মুম্বই, 12 ডিসেম্বর:প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে স্মৃতিমেদুর 'পঞ্জাব কি ক্যাটরিনা'(Shehnaaz Gill on Sidharth Shukla birth anniversary ) ৷ প্রায় এক বছর আগে প্রয়াত সিদ্ধার্থের জন্মদিন সোমবার। অভিনেতার একটি পুরোনো ছবি শেয়ার করেছেন শেহনাজ গিল ৷ ছবিতে সিদ্ধার্থকে দেখা গিয়েছে সাদা শার্ট আর ঝলসমলে কালো ব্লেজারে ৷ ছবিটি শেয়ার করে নায়িকা লিখেছেন, "আবার দেখা হবে ৷" শুধু তাই নয় তাঁর ইনস্টা স্টোরিতে সুন্দর একটি চকোলেট কেকের ছবিও শেয়ার করেছেন সিদ্ধার্থ-প্রিয়া ৷ হাতে হাত রেখে জীবনে পথ চলার অঙ্গীকার করেছিলেন এই তারকা জুটি ৷ এদিনও সাদাকালো একটি ছবিতে সেই মুহূর্তটিকেই আবার ফিরিয়ে আনলেন শেহনাজ (Shehnaaz on Sidharth Birth Anniversary)৷
সিদ্ধার্থ-শেহনাজের এই রঙিন পর্বের শুরু বিগ বসের ঘর থেকে ৷ তাঁদের সম্পর্ক ফ্যানেদের মধ্যেও চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ যদিও সকলের সামনে কখনও তাঁরা তাঁদের প্রেমের কাহিনিকে স্বীকৃতি দেননি ৷ তবে তাঁদের 'গোপনও কথাটি' জেনে ফেলেছেন ভক্তরা ৷ সিডনাজ-এর এই কাহিনি অবশ্য় অসমাপ্তই থেকে যায় কোনও না শেষ হওয়া উপন্যাসের মতোই ৷ কারণ হৃদরোগ সিদ্ধার্থকে কেড়ে নেয় শেহনাজের থেকে ৷
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মবার্ষিকীতে আবেগি হয়ে পড়লেন তাঁর 'রিউমার গার্লফ্রেন্ড' শেহনাজ গিল তবে শেহনাজের মনে এখনও যে টাটকা তাঁর সিদ্ধার্থের প্রতিটি স্মৃতি তা ফের একবার বোঝা গেল 12 ডিসেম্বর ৷ '12.12' এই তারিখটা আসতেই তাই ফের পুরোনো দিনের নস্টালজিয়ায় ডুব দিলেন শেহনাজ(Sidharth Shukla birth anniversary ) ৷ তাঁর শেয়ার করা সিদ্ধার্থের সুন্দর হাসিমুখটি চোখে জল এনেছে ফ্যানেদেরও ৷ নেটিজেনদের একজন তাই লেখেন,"যে মানুষটা তোমার পৃথিবী তাঁকে হারানোর যন্ত্রণা কোনও শব্দ কোনওদিন ব্যাখ্যা করতে পারে না ৷" আবার কেউ লিখেছেন, "তিনি সবসময় আমাদের সবার হৃদয়ে থেকে যাবেন ৷"
আরও পড়ুন:পঞ্চম বিবাহ বার্ষিকীতে প্রেমের জোয়ারে ভাসলেন বিরুষ্কা
এর আগেও দুবাইতে 'ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট'-এ পুরস্কার হাতে নিয়ে প্রিয় সিদ্ধার্থকে শ্রদ্ধা জানিয়েছিলেন অভিনেত্রী ৷ সেদিন শেহনাজ বলেন, "আজ একজন মানুষকে আমি ধন্য়বাদ দিতে চাই... ধন্য়বাদ আমার জীবনে আসার জন্য় ৷ আমায় এতটা দেওয়ার জন্য় যা আজ আমায় এখানে পৌঁছে দিয়েছে...এটা শুধুই তোমার জন্য় সিদ্ধার্থ(Shehnaaz on Sidharth ) ৷" শুধু 'বিগ বস' নয় একসঙ্গে 'ডান্স দিওয়ানে' শোতেও দর্শকদের মন মাতিয়েছিল এই জুটি ৷