পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shruti Das Bday: বিয়ের পর প্রথম জন্মদিন, কী চমক দিয়েছেন স্বর্ণেন্দু! ইটিভি ভারতকে জানালেন শ্রুতি - শ্রুতি দাস

30 সেপ্টেম্বর ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ 'রাঙা বউ' অর্থাৎ শ্রুতি দাসের জন্মদিন ৷ এই দিন কেমন কাটাচ্ছেন তিনি, কী কী উপহার পেলেন, জানালেন ইটিভি ভারতকে ৷

Etv Bharat
স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতি

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 4:46 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: চলতি বছর 8 জুলাই পরিচালক তথা প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শ্রুতি দাস। 30 সেপ্টেম্বর শ্রুতির জন্মদিন। একই সঙ্গে শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্কেরও 1460 দিন। আর তা একটি পোস্টের মাধ্যমে সামাজিক মাধ্যমে সামনে এনেছেন অভিনেত্রী। তাঁকে অঙ্কে ভালো বলায় তিনি বলেন, "একদমই না। আমি অঙ্কে খুব খারাপ।" শ্রুতিকে এদিন তাই দু'দফা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বিয়ের পর শ্রুতির প্রথম জন্মদিন এবার। তাঁর জন্য নানা চমকের আয়োজন করেছেন স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতির কাছে সেই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "আমার জন্মদিনের পার্টিটা সমাদ্দার বাবুরই দেওয়া। আর আমার দাদাভাইকে নিয়ে আসা তো আমার জন্য সারপ্রাইজ গিফট! স্বর্ণেন্দু অনেকগুলো রিং দিয়েছে আমাকে। বাবা-মা পেনডেন্ট দিয়েছেন। শুটিংয়ে ঢোকার পর থেকে প্রচুর গিফট পাচ্ছি। বিকেল অবধি সিন করে তারপর পরিবারের সঙ্গে একটু বেরোব।"

অন্যদিকে একই দিনে টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও জন্মদিন। তাঁর সঙ্গে জন্মদিন শেয়ার করে কেমন লাগে শ্রুতির? অভিনেত্রী বলেন, "কদিন আগেই আলাপ হল বুম্বা দা'র সঙ্গে। জানতে পারলাম উনি আমার গানের গুণে মুগ্ধ। আর আমি ওঁর স্টারডমের। বেশ মজা লাগে ব্যাপারটা।"

আরও পড়ুন: নায়িকাদের 'মনের মানুষ', জন্মদিনে বুম্বাদাকে শুভেচ্ছায় ভরালেন মিমি-ঋতুপর্ণারা

অন্যদিকে, শুরু হতে চলেছে পুজোর মাস ৷ মহালয়ার পরেই শুরু হবে মাতৃপক্ষ ৷ প্রথম সারির এক বিনোদন চ্যানেলে মহালয়া অনুষ্ঠানে শ্রুতিকে দেখা যাবে দেবী রূপে। দেবী কালিকা রূপে নিজেকে মেলে ধরবেন 'রাঙা বউ' অভিনেত্রী ৷ অভিনেত্রী জানিয়েছেন, "আমার খুব প্রিয় চরিত্র এই কালী চরিত্র। তাই আমার বারবার এই চরিত্রে নিজেকে মেলে ধরতে ভালো লাগে।"

আরও পড়ুন: 'বিক্রম সিংহ' থেকে 'লালন সাঁই', পরিবর্তনের পরিভাষা প্রসেনজিৎ

ABOUT THE AUTHOR

...view details