কলকাতা, 6 জুন:ন'বছর পূর্ণ করে ফেলল শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়-নন্দিতা রায়ের ছবি 'রামধনু' ৷ লাল্টু-মিতালির রসায়ন আজও গেঁথে রয়েছে মানুষের মনে ৷ ছেলেকে স্কুলে ভরতি করানো যে কত বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আজকের যুগের বাবা মায়ের জন্য তারই একটি উদাহরণ এই ছবি ৷ শিক্ষা আসলে কী? তা কীভাবে মানুষকে বদলে দিতে পারে সেই সূক্ষ্ম সামাজিক বার্তাও দেয় এই ছবি ৷ ন'বছর বাদে এসে সেই পুরোনো স্মৃতিকেই আঁকড়ে ধরলেন শিবু ৷
শিবপ্রসাদ এদিন শেয়ার করেছেন তাঁর 'রামধনু' ফ্যামিলির একটি ফটোগ্রাফ ৷ যেখানে দত্ত পরিবারের তিন সদস্য একসঙ্গে ক্যামেরা বন্দি হয়েছে ৷ একদিকে রয়েছে মিতালি অপরদিকে লালটু আর রয়েছে তাদের সন্তান যাকে নিয়ে তৈরি হবে এই গল্প ৷ ছবির ক্য়াপশনে শিবপ্রসাদ লিখেছেন, "রামধনু । 9 বছরের স্মৃতি। সিবলিং রাইভালারি না ইভিনিং লাইব্রেরি । ধন্যবাদ দর্শক লালটু দত্তকে এতো ভালোবাসার জন্য।" 2014 সালের আজকের দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি ৷