মুম্বই, 26 জুলাই: ছবির প্রিভিউ আগেই ঝড় তুলেছে অনুরাগীদের মনে, অপেক্ষা ছিল কবে আসবে এই ছবির প্রথম গান ৷ অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির গান মুক্তি কবে তার তারিখ এখনও পর্যন্ত জানা না-গেলেও এই গান কতটা ধামাকেদার হতে চলেছে, পাওয়া গিয়েছে তার ঝলক ৷ বলিউডের বাদশা শাহরুখ যেন ফের একবার রেকর্ড ভাঙতে চলেছেন ৷ কারণ বাদশার জওয়ান ছবির প্রথম গান 'জিন্দা বান্দা' এই মুহূর্তে নেট দুনিয়ার হট টপিক ৷ চর্চা তো হবেই, কেননা এই একটি গান শুট করতেই নাকি, খরচ হয়েছে 15 কোটি টাকা! ভাবা যায় !
চমকের এখানেই শেষ নয় ৷ শাহরুখ খানের সঙ্গে এই গানে নাকি তাল মিলিয়েছেন প্রায় 1 হাজার নৃত্যশিল্পী ৷ ট্র্যাকটি পাঁচ দিন ব্যাপী চেন্নাই, হায়দ্রাবাদ,বেঙ্গালুরু, মাদুরাই, মুম্বই এবং অন্যান্য শহরে শুটিং হয়েছে ৷ সূত্রের খবর, এই গান তৈরি হয়েছে ঠিক যেমন বড় কোনও উৎসব উদযাপন করা হয়েছে ৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কথা দিচ্ছি, এই গান হতে চলেছে উৎসব উদযাপনে রোমহর্ষক এক গান ৷"
গানটির সঙ্গীত রচনার পাশাপাশি গলাও দিয়েছেন অনিরুদ্ধ। এছাড়াও গ্র্যামি-মনোনীত এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী, রাজা কুমারী র্যাপ করেছেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন শোবি ৷ কবে মুক্তি পাবে এই গান, তা জানতে এখন অধীর আগ্রহে রয়েছেন শাহরুখ ভক্তরা ৷