লুসেইল, 19 ডিসেম্বর: সারা বিশ্বকে রবিবার এক মহাকাব্যিক ম্য়াচ উপহার দিয়েছেন মেসি-এমবাপেরা ৷ রক্তক্ষয়ী রণক্ষেত্রে এই লড়াইয়ে ট্রাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্তিনা ৷ 4-2 গোলের ব্যবধানে কাপ জিতে নিয়েছে নীল সাদা ব্রিগেড ৷ কাল এই লড়াইয়ের সাক্ষী বলিউডের বাদশাহ শাহরুখ খানও ৷ স্টুডিয়োতে বসে ওয়েন রুনি এবং অন্যদের সঙ্গে এদিনের খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনিও ৷ তাঁর আসন্ন ছবি 'পাঠান'-এর প্রচারে জন্যই হাজির ছিলেন কিং খান ৷ তবে তার সঙ্গে সঙ্গেই এদিন শতাব্দীর সেরা একটি ম্যাচেরও সাক্ষী হলেন তিনি (Shah Rukh on FIFA World Cup Final) ৷
রবিবাসরীয় এই লড়াইয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করার পর তিনি টুইটে জানান আজ সকলেই অন্যতম শ্রেষ্ঠ বিশ্বকাপ ফাইনালের সাক্ষী ৷ তিনি লেখেন, 'আমার মনে আছে আমার মায়ের সঙ্গে একটি ছোট টিভিতে বিশ্বকাপ দেখেছিলাম ৷ এখনও আমার ছেলে-মেয়েদের সঙ্গে (খেলা দেখতে বসে) একইরকম উত্তেজনা হয়... আর মেসিকে ধন্যবাদ আমাদের সকলকে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নে বিশ্বাস করতে শেখানোর জন্য (Shah Rukh on Messi)।'
শাহরুখ এদিন স্টুডিয়োয় হাজির হন ওয়েন রুনির সঙ্গে ৷ শুধু তাই নয়, এই কিংবদন্তি ফুটবলারের সঙ্গে নাচেও মেতে ওঠেন বলিউডের বাদশাহ ৷ দু'হাত প্রসারিত করে তাঁর আইকনিক স্টাইলে দাঁড়ানোর ভঙ্গিমা এদিন শিখলেন রুনিও ৷ রুনিকে নিয়ে বলতে গিয়ে শাহরুখ এদিন বলেন, "আমার জন্য, পাঠানকে যদি বিশ্বের যেকোনও ফুটবলারের সঙ্গে তুলনা করতে হয়, তবে আমি সর্বদা ওয়েন রুনির নাম বলব (SRK on Rooney)।"
শাহরুখ এদিন স্টুডিয়োয় হাজির হন ওয়েন রুনির সঙ্গে
আরও পড়ুন:এই মহাকাব্যের 'অর্জুন' মেসি ! ছবিতে দেখুন লুসেইল ব্যাটেলের কিছু স্মরণীয় মুহূর্ত
এছাড়া ফাইনালে এবার ট্রফি উন্মোচন করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর অন্যদিকে নোরা উপহার দেন তাঁর নৃত্য ৷ শাহরুখের 'জিরো' মুক্তির চার বছর পর 'পাঠান' ছবির হাত ধরেই বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ যশরাজ ফিল্মসের তরফে আগেই জানানো হয়েছিল, পরের বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগুতেও একই দিনে মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023) ৷