পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Selfie With Fans: সেলফি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন কিং খান - সেলফি পোস্ট করে ফ্যানেদের ধন্যবাদ দিলেন এসআরকে

বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান 2 নভেম্বর উদযাপন করেছেন তাঁর 57তম জন্মদিন (Shah Rukh Khan selfie with fans from Mannat)। একই সঙ্গে এবার ভক্তদের সঙ্গে সেলফি তুলে ছবিটি সোশাল মিডিয়ায় পোস্টও করলেন শাহরুখ ৷ তাঁর এই ইনস্টা পোস্টে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন কিং খান (Shah Rukh Khan birthday )৷

SRK Selfie With Fans
অনুরাগীদের সঙ্গে সেলফি পোস্ট করে তাঁদের ধন্যবাদ দিলেন এসআরকে

By

Published : Nov 3, 2022, 2:12 PM IST

মুম্বই, 3 নভেম্বর: বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান 2 নভেম্বর উদযাপন করেছেন তাঁর 57তম জন্মদিন (Shah Rukh Khan selfie with fans from Mannat)। তাঁর বাড়ির সামনে এবারও হাজির হয়েছিলেন শাহরুখের লাখো লাখো অনুরাগীরা ৷ এই বিশেষ দিনে এসআরকে সামনে এনেছেন তাঁর নতুন ছবি 'পাঠান'-এর টিজারও(Pathaan Teaser ) ৷ একই সঙ্গে এবার ভক্তদের সঙ্গে সেলফি তুলে ছবিটি সোশাল মিডিয়ায় পোস্টও করলেন শাহরুখ ৷ তাঁর এই ইনস্টা পোস্টে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন কিং খান(Shah Rukh Khan 57th birthday ) ৷

শাহরুখ খান তাঁর জন্মদিনে তোলা সেলফিটি টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, 'সাগরের সামনে বেঁচে থাকতে খুব ভালো লাগে... আমার জন্মদিনে আমার চারপাশে ভালোবাসার সমুদ্র বয়ে যায়... আমাকে খুশি করে এবং আমাকে বিশেষ অনুভূতি বারবার দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ।" ইতিমধ্য়েই শাহরুখের এই সেলফিটি লাইক করেছেন 30 লাখেরও বেশি মানুষ(Shah Rukh Khan birthday) ৷

রণবীর সিং, দক্ষিণী অভিনেত্রী রাশি খান্না, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা, করণ জোহর, সুহানা খান এবং ফারাহ খান-সহ আরও অনেক পরিচিত মুখই শাহরুখকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ শাহরুখের জন্মদিনে অনুরাগীদের জন্য় একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ৷ সেখানে কেক কাটেন কিং খান এবং অনুরাগীদের জন্য নাচেও অংশ নেন ৷

আরও পড়ুন:জন্মদিনে ফিরে দেখা মোনালি-শুভশ্রীর 'পুরানো সেই দিনের কথা'

প্রায় তিন-চার বছর পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন কিং খান ৷ আগামী বছর পর পর তিনটি ছবি পর্দায় আসতে চলেছে তাঁর ৷ 'জিরো' বক্স অফিসে সেভাবে সাফল্য না পাওয়ার পর বড় পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি ৷ এবার তিনি পর্দায় ফিরছেন সিদ্ধার্থ আনন্দের 'পাঠান', অ্য়াটলির 'জওয়ান' এবং রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির হাত ধরে ৷ এই তিনটি ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের দর্শকদের আকর্ষণ করার যে পরিকল্পনা করেছেন এসআরকে তা কতখানি সফল হয় সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details