হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: মুক্তি পেয়েছে কিং খানের 'জওয়ান' ৷ শাহরুখ ফ্যানেদের জন্য় এর চেয়ে বড় খবর আর কিই বা হতে পারে ৷ মুম্বই হোক বা কলকাতা, রায়গঞ্জ হোক বা মতিহারি 57 বছর বয়সি এই মানুষটিকে পর্দায় দেখার জন্য় উপচে পড়েছে ভিড় ৷ আর এসআরকে? হ্য়াঁ তিনিও ভেঙেছেন নিজেকে ৷ রোম্যান্টিক অবতারকে পুরোপুরি মুছে ফেলে এখন অ্যাকশন অবতারে হাজির হয়েছেন অভিনেতা ৷ কাজটা সহজ ছিল না ৷ এই বয়সে দাঁড়িয়ে অ্যাকশন সিকোয়েন্স করা সহজ নয় ৷ এমনকী পরিচালকরাও চমকেছেন শাহরুখের এই এনার্জি দেখে ৷ তবে শেষমেষ বাধার প্রাচীর ঠেলে সরিয়ে পথ করে নিয়েছেন কিং খান ৷ আর তাই উপচে পড়েছে ভালোবাসাও ৷ এবার সমস্ত ফ্যানেদের ধন্য়বাদ দিলেন অভিনেতা ৷
অভিনেতা এদিন টুইটারে (বর্তমান নাম এক্স) সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "দুরন্ত! আমাকে আলাদা করে সময় বের করে সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ দিতে হবে ৷ আর সঙ্গে আপনাদের সকলকে যাঁরা থিয়েটারের বাইরে জড়ো হয়েছেন ৷ ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছি ৷ তবে যা করা দরকার তা আমি খুব তাড়াতাড়ি করব ৷ আগে আমার সামলাতে একটা গোটা দিন লাগবে ৷ লাভ ইউ ফর লাভিং জওয়ান (জওয়ানকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সকলকে ভালোবাসা জানাই)৷"