পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK on Jawan: 'লাভ ইউ ফর লাভিং জওয়ান!' ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ - জওয়ান

SRK Admires Fans Love For Jawan: 'জওয়ানকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সকলকে ভালোবাসা জানাই'; ঠিক এই ভাষাতেই দেশ জোড়া অনুরাগীদের ধন্যবাদ জানালেন এসআরকে ৷ তাঁর নতুন ছবি নিয়ে অনুুরাগীদের উন্মাদনা দেখে আপ্লুত অভিনেতা ৷

Shah Rukh Khan
অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 5:04 PM IST

Updated : Sep 8, 2023, 9:06 AM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: মুক্তি পেয়েছে কিং খানের 'জওয়ান' ৷ শাহরুখ ফ্যানেদের জন্য় এর চেয়ে বড় খবর আর কিই বা হতে পারে ৷ মুম্বই হোক বা কলকাতা, রায়গঞ্জ হোক বা মতিহারি 57 বছর বয়সি এই মানুষটিকে পর্দায় দেখার জন্য় উপচে পড়েছে ভিড় ৷ আর এসআরকে? হ্য়াঁ তিনিও ভেঙেছেন নিজেকে ৷ রোম্যান্টিক অবতারকে পুরোপুরি মুছে ফেলে এখন অ্যাকশন অবতারে হাজির হয়েছেন অভিনেতা ৷ কাজটা সহজ ছিল না ৷ এই বয়সে দাঁড়িয়ে অ্যাকশন সিকোয়েন্স করা সহজ নয় ৷ এমনকী পরিচালকরাও চমকেছেন শাহরুখের এই এনার্জি দেখে ৷ তবে শেষমেষ বাধার প্রাচীর ঠেলে সরিয়ে পথ করে নিয়েছেন কিং খান ৷ আর তাই উপচে পড়েছে ভালোবাসাও ৷ এবার সমস্ত ফ্যানেদের ধন্য়বাদ দিলেন অভিনেতা ৷

অভিনেতা এদিন টুইটারে (বর্তমান নাম এক্স) সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "দুরন্ত! আমাকে আলাদা করে সময় বের করে সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ দিতে হবে ৷ আর সঙ্গে আপনাদের সকলকে যাঁরা থিয়েটারের বাইরে জড়ো হয়েছেন ৷ ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছি ৷ তবে যা করা দরকার তা আমি খুব তাড়াতাড়ি করব ৷ আগে আমার সামলাতে একটা গোটা দিন লাগবে ৷ লাভ ইউ ফর লাভিং জওয়ান (জওয়ানকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সকলকে ভালোবাসা জানাই)৷"

ফ্যানেদের সঙ্গে কথা বলার বিষয়ে বরাবরই খুব খোলামেলা কিং খান ৷ সময় পেলেই তিনি আস্ক এসআরকে সেশনে আসেন ৷ ফ্যানেদের সঙ্গে মজার মজার কথা বলেন ৷ আর অনুরাগীরাও যে শাহরুখ বলতে অজ্ঞান তা বলাই বাহুল্য ৷ এমনকী আজ ভোর পাঁচটার শোয়েও ভিড় এতটুকু কম ছিল না ৷

আরও পড়ুন:অভিনয় বা রাজনীতি সব পরিচয় মিলেমিশে একাকার, কাঁধে কাঁধ মিলিয়ে 'জওয়ান' দেখলেন সৃজিত শতরূপ

শুধু যে ফ্যানেরাই রাত জেগে তাঁর শোয়ের অপেক্ষায় ছিলেন তা কিন্তু নয় ৷ সকালেই একটি টুইটে শাহরুখ জানান, তিনিও সারা রাত জেগে ছিলেন ফ্যানেদের জন্য ৷ তাঁরা থিয়েটারে যাচ্ছেন এটা দেখার পরেই ঘুমোতে চাইছিলেন তিনি ৷

Last Updated : Sep 8, 2023, 9:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details