পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Looking At Deepika: 2007 সাল থেকে দীপিকার দিকে তাকিয়ে রয়েছেন, বললেন শাহরুখ - শাহরুখ খান

2007 সাল থেকে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) দিকে তাকিয়ে রয়েছেন (SRK Looking At Deepika)৷ ইনস্টাগ্রামে নিজেই এ কথা জানালেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

Shah Rukh Khan is "looking at" actress Deepika Padukone since 2007
2007 সাল থেকে দীপিকার দিকে তাকিয়ে রয়েছেন, বললেন শাহরুখ

By

Published : Nov 11, 2022, 7:21 PM IST

মুম্বই, 11 নভেম্বর: 'ওম শান্তি ওম' মুক্তি পাওয়ার পর 15 বছর হয়ে গিয়েছে (SRK Looking At Deepika)৷ সেই তখন থেকে এখনও পর্যন্ত বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) তাকিয়ে রয়েছেন তাঁর সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) চোখের দিকে ৷ নিজেই এ কথা বললেন বলিউডের বাদশা ৷

শুক্রবার শাহরুখ ইনস্টাগ্রামে অভিনব উপায়ে দীপিকার হিন্দি ফিল্মে 15 বছর পূর্তি উপলক্ষে (15 years of Deepika Padukone) তাঁকে অভিনন্দন জানান ৷ তিনি দীপিকার সঙ্গে যে চলচ্চিত্রগুলি করেছেন, সেগুলির থেকে কয়েকটি ছবি নিয়ে একটি কোলাজ তৈরি করে তা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ কোলাজের সব ছবিতেই এসআরকে দীপিকার চোখের দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ।

কোলাজটির বর্ণনা দিয়ে এসআরকে ক্যাপশনে লিখেছেন, "শ্রেষ্ঠত্বের…অধ্যবসায়ের…তোমার সঙ্গে অসাধারণ পারফরম্যান্স এবং উষ্ণ আলিঙ্গনের 15টি অসাধারণ বছর !! এখানে তোমার দিকে তাকিয়ে আছি...তোমার দিকে তাকিয়েই আছি... এবং এখনও তোমার দিকে তাকিয়ে আছি... @deepikapadukone।"

এসআরকে-এর এই পোস্ট মন জয় করে নিয়েছে দীপিকার ৷ তিনি এর প্রতিক্রিয়া জানিয়ে পোস্টে লিখেছেন, "শব্দ দিয়ে আমাদের ভালোবাসা বর্ণনা করলে সুবিচার করা হবে না ৷"

আরও পড়ুন:দীপিকার অভিনয় জীবনের 15 বছর পূর্তি, সেলিব্রেশনের মুডে ভক্তরা

ফারাহ খান পরিচালিত ওম শান্তি ওম ছবিতে এসআরকে-এর বিপরীতে দীপিকা তাঁর বলিউড ডেবিউ করেছিলেন । পরে তিনি 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এর মতো ছবিতে কিং খানের সঙ্গে পুনরায় জুটি বেঁধেছেন ৷ এই জুটিকে আবার 'পাঠান'-এ দেখা যাবে ৷ সামনের বছর 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেই ছবি ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'-এ তাঁরা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম ।

ABOUT THE AUTHOR

...view details