হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: কৃষক আত্মহত্যা, ভোপালের গ্যাস দুর্ঘটনা, নারী শক্তির বিকাশ, সরকারি চিকিৎসা ব্যবস্থায় অবহেলা-সহ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ দেশ রক্ষার্থে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার নিরিখে 'আওয়াজ' তুলেছেন কিং খান ৷ আর রবিবার সামাজিক মাধ্যমে পরোক্ষভাবে বাদশা যেন জানিয়ে দিলেন, দেশ রয়েছে সঠিক নেতার হাতেই ৷ দেশের একজন নাগরিক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'লিডারশিপ'-এ আস্থা রাখলেন শাহরুখ খান ৷
রবিবার শেষ হয়েছে জি20 সম্মেলন ৷ 19টি দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য নেতৃত্ববৃন্দদের পাশে নিয়ে এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ-এর অঙ্গীকারে আবদ্ধ হয়েছে ভারত ৷ সফলতার সেই জার্নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখেন, "উন্নত পৃথিবীর লক্ষ্যে জি20 সম্মেলনে গঠনমূলক সফল আলোচনা ৷"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে সেই ভিডিয়োটিকেই শেয়ার করেন কিং খান ৷ তারপর তিনি লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। ভারতের জি20 সম্মেলন সাফল্যের জন্য ৷ পাশাপাশি বিশ্বের মানুষের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন ৷ প্রত্যেক ভারতীয়র কাছে এটা খুবই সম্মানের ও গর্বের ৷ স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে মিলে উন্নতি করব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ ৷"