পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sayantani Guhathakurta: জ্বর কমেনি এখনও , ডেঙ্গিতে আক্রান্ত অভিনেত্রী সায়ন্তনী; ভর্তি হাসপাতালে - সায়ন্তনী গুহঠাকুরতা

হাসপাতালে ভর্তি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ৷ ডেঙ্গিতে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ৷ এই মুহূর্তে তাঁর স্যালাইন চলছে ৷ তবে জ্বর এখনও কমেনি বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সায়ন্তনী

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 12:29 PM IST

Updated : Oct 28, 2023, 12:34 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: পুজোর কটা দিন বেশ ভালোভাবেই কাটিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ৷ আচমকাই ঘটে গেল ছন্দপতন ৷ তিনি ইন্সটাগ্রামে শেয়ার করলেন একটি ছবি । তাতে দেখা গেল তাঁর হাতে স্যালাইন ৷ তা দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিনেত্রীর অনুরাগীরা ৷ পরে নিজেই জানিয়েছেন, তিনি ডেঙ্গি আক্রান্ত ৷ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷

অভিনেত্রী কেমন আছেন তা জানতে ফোন করা হলে তাঁর বর্তমান স্বাস্থ্য সম্পর্কে জানান সায়ন্তনীর বৌদি ৷ তিনি বলেন, "দশমীর রাত থেকেই ওর আচমকা জ্বর আসে ৷ তারপর বাড়িতেই ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার আচমকাই জ্বর বেড়ে যায় ৷ বাড়তে বাড়তে একটা সময় 104 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যায় ৷ অবস্থা বেগতিক দেখে সেদিনই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে ৷"

বর্তমানে অভিনেত্রীর শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "পুরোপুরি সুস্থ নয় ৷ এখনও জ্বর রয়েছে । কখনও কখনও 102 ডিগ্রির আশেপাশেও চলে যাচ্ছে ৷ প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে ৷ চিকিৎসকরা ইঞ্জেকশন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন ৷" ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নিজের ডেঙ্গি আক্রান্তের খবর শেয়ার করেছেন অভিনেত্রী ৷ এই খবর অনুরাগীরা জানার পরেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷

মূলত, পুজোর চারটে দিন চুটিয়ে আনন্দ করেছেন অভিনেত্রী সায়ন্তনী ৷ সেই সব ছবি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন অভিনেত্রী ৷ কখনও বন্ধুদের সঙ্গে নিখাদ আড্ডা দিয়েছেন। আবার কখনও মগ্ন হয়েছেন ধুনুচি নাচে। সেই সব ছবি তিনি শেয়ারও করেছেন নেট দুনিয়ায় ৷ এমনকী, দশমীতে মাকে বরণের ভিডিয়োও তিনি শেয়ার করেছেন ৷ তারপর সেদিন রাত থেকেই জ্বরে কাবু হতে শুরু করেন সায়ন্তনী ৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে ফিরে আসুন এই কামনা রইল ইটিভি ভারতের তরফ থেকেও ৷

আরও পড়ুন:'আমার করা সবচেয়ে ভয়ংকর চরিত্র', 'অপূর্ব' ছবি নিয়ে বললেন বাঙালি অভিনেতা অভিষেক

Last Updated : Oct 28, 2023, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details