পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sara and Shubman Viral Video তেন্ডুলকর নন, আরেক সারার সঙ্গে ডিনার ডেটে গিয়ে ক্যামেরাবন্দি শুভমান - Viral Video of Sara Ali Khan and Shubman Gill

অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল ৷ নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো (Sara and Shubman Viral Video)৷

Sara and Shubman Viral Video
সারা আলি খানের সঙ্গে ডিনার, ক্যামেরাবন্দী শুভমান গিল

By

Published : Aug 30, 2022, 11:52 AM IST

মুম্বই, 3 অগস্ট:শুভমান গিলের রোম্যান্সের কথা বললেই যে নামটি সর্বপ্রথম মাথায় আসে তিনি যে সারা তেণ্ডুলকর এই নিয়ে কোনও সন্দেহ নেই (Sara and Shubman Viral Video)৷ নেটপাড়ার এই নিয়ে এখনও চলে মিমের বন্যা ৷ এবার সারার সঙ্গেই মুম্বইতে একসঙ্গে ক্যামেরা বন্দি হলেন শুভমান ৷ তবে এই সারার পদবী কিন্তু তেন্ডুলকর নয়, বরং ইনি হলেন নবাব পরিবারের সুলতানা ৷ হ্য়াঁ ঠিকই ধরেছেন, আসলেই এবার অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন এই ওপেনার (Sara Ali Khan spotted with Shubman Gil)৷

এক অনুরাগী টিকটকে এই ভিডিয়ো পোস্ট করার পর থেকে তা এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে শুভমানের সঙ্গে ডিনার সারছেন সারা ৷ দু'জনকে ওয়েটারকে অর্ডার দিতেও দেখা যায় ৷ সারার পরনে এদিন ছিল গোলাপি ড্রেস আর অন্যদিকে শুভমানকে দেখা গিয়েছে সাদা এবং সবুজ মেশানো শার্টে ৷

তাঁদের এই ভিডিয়োর নীচে এখন বইছে কমেন্টের সুনামি (Viral Video of Sara Ali Khan and Shubman Gill ) ৷ একজন তো লেখেন, "এক ক্রিকেটারের মেয়ে (সারা তেণ্ডুলকর) থেকে আরেক ক্রিকেটারের নাতনি (সারা আলি খান) ৷ বেশ লম্বা সফর সারলেন শুভমান গিল ৷"

আরও পড়ুন:বিতর্কিত টুইটের জের, গ্রেফতার কমল আর খান

এর আগেই কফি উইথ করণ-এ জানা গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ৷ তবে সেসব এখন অতীত ৷ এমনকী সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও সম্পর্ক সংক্রান্ত জল্পনা কম হয়নি সারাকে নিয়ে (Sara and Shubman Viral Video) ৷ এবার কি শুভমানের সঙ্গে রসায়ন তৈরি হল এই সুন্দরীর ? উত্তর দেবে সময়ই ৷

আগামীতে লক্ষণ উটেকরের ছবিতে ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন সারা ৷ অন্যদিকে ভারতীয় দলের প্রথম একাদশে নিজের স্থান পাকা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুভমানও ৷ টেস্টে তাঁর স্থান প্রায় পাকা হলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও জায়গা খুঁজছেন পঞ্জাব তনয় ।

ABOUT THE AUTHOR

...view details