মুম্বই, 3 অগস্ট:শুভমান গিলের রোম্যান্সের কথা বললেই যে নামটি সর্বপ্রথম মাথায় আসে তিনি যে সারা তেণ্ডুলকর এই নিয়ে কোনও সন্দেহ নেই (Sara and Shubman Viral Video)৷ নেটপাড়ার এই নিয়ে এখনও চলে মিমের বন্যা ৷ এবার সারার সঙ্গেই মুম্বইতে একসঙ্গে ক্যামেরা বন্দি হলেন শুভমান ৷ তবে এই সারার পদবী কিন্তু তেন্ডুলকর নয়, বরং ইনি হলেন নবাব পরিবারের সুলতানা ৷ হ্য়াঁ ঠিকই ধরেছেন, আসলেই এবার অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন এই ওপেনার (Sara Ali Khan spotted with Shubman Gil)৷
এক অনুরাগী টিকটকে এই ভিডিয়ো পোস্ট করার পর থেকে তা এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে শুভমানের সঙ্গে ডিনার সারছেন সারা ৷ দু'জনকে ওয়েটারকে অর্ডার দিতেও দেখা যায় ৷ সারার পরনে এদিন ছিল গোলাপি ড্রেস আর অন্যদিকে শুভমানকে দেখা গিয়েছে সাদা এবং সবুজ মেশানো শার্টে ৷
তাঁদের এই ভিডিয়োর নীচে এখন বইছে কমেন্টের সুনামি (Viral Video of Sara Ali Khan and Shubman Gill ) ৷ একজন তো লেখেন, "এক ক্রিকেটারের মেয়ে (সারা তেণ্ডুলকর) থেকে আরেক ক্রিকেটারের নাতনি (সারা আলি খান) ৷ বেশ লম্বা সফর সারলেন শুভমান গিল ৷"