হায়দরাবাদ, 14 অক্টোবর: মহালয়ার দিন মহারণ গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ বিশ্বকাপে শনিবার মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ খেলার এই ময়দান যুদ্ধক্ষেত্র থেকে কোনও অংশে কম যায় না ৷ তাই এই দিনের ম্যাচে ছবির টিজার দেখানোর জন্য সেরা জায়গা হিসাবে বেছে নিয়েছে আরএসভিপি প্রযোজনা সংস্থা ৷ শনিবার সকালে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন স্টার স্পোর্টস নেটওয়ার্কে চলতে থাকবে 'শ্যাম বাহাদুর' ছবির টিজার ও কঙ্গনা রানাওয়াত অভিনীত তেজস ছবির টিজার ৷
শুক্রবারই এসেছে ছবির টিজার ৷ মেঘনা গুলজার পরিচালিত ও ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' টিজারেই সকলকে মুগ্ধ করেছে ৷ সোশাল মিডিয়ায় ভিকি লেখেন, "জীবন তাঁর, ইতিহাস আমাদের ৷" টিজার প্রকাশ্য আসতেই অনুরাগী-সহ বলিউড তারকারাও প্রশংসা করেছেন নেট দুনিয়ায় ৷ অভিনেতা নীল নীতিন মুকেশ লিখেছেনস "ব্রিলিয়ান্ট ৷" অনিল কাপুর লিখেছেন, "প্রত্যেকটা অ্যাওয়ার্ড নিয়ে যাবে এই ছবি ৷" বরুণ ধাওয়ান লিখেছেন, "সুপার্ব ভিকি ৷" জওয়ান ছবি খ্যাত অভিনেতা মেয়াং চ্যাং লিখেছেন, "পুরো আগুন ৷" ফারহান আখতর লিখেছেন, "দেখার জন্য অপেক্ষায় রইলাম ৷"
মেঘনা গুলজারের নতুন ছবি 'শ্যাম বাহাদুর'-এ 1 মিনিট 25 সেকেন্ডের টিজারে শ্যাম মানেকশের ভূমিকায় দেখা গিয়েছে ভিকি কৌশলকে ৷ টিজারে তুলে ধরা হয়েছে মার্শাল শ্যাম বাহাদুরের কাছে তাঁর সেনাবাহিনীই সব কিছু ৷ তার জন্য রাজনীতিতেও মাথা ঘামাননি তিনি ৷ দেশের জন্য লড়াই করতে তাঁর প্রথম ভালোবাসা সেনা বাহিনী ৷ টিজারে দেখা যায়, ইন্দিরা গান্ধির চরিত্রে ফতিমা সানা শেখ শ্যাম বাহাদুর তথা ভিকি কৌশলকে বলছেন, "একজন সেনার কর্তব্যই দেশের জন্য প্রাণ দেওয়া ৷" ঠিক সেই সময়ে শ্যাম বাহাদুর শুধরে দিয়ে বলেন, "সেনার দায়িত্ব ও কর্তব্য হল দেশকে সুরক্ষিত রাখার জন্য শত্রুদের জীবন নেওয়া ৷"