পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Salaar Part-1: Ceasefire Teaser: 'আদিপুরুষ' বিপর্যয় অতীত! মুক্তি পেল 'সালার: পার্ট 1' ছবির টিজার - Shruti Haasan

বৃহস্পতিবার সামনে এল প্রভাসের 'সালার: পার্ট 1 সিজ ফায়ার' ছবির টিজার ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে 28 সেপ্টেম্বর ৷

Salaar Part 1
মুক্তি পেল সালার পার্ট 1 ছবির টিজার

By

Published : Jul 6, 2023, 1:27 PM IST

মুম্বই, 6 জুলাই: ওম রাউতের 'আদিপুরুষ'-এর বক্স অফিস বিপর্যয়ের পর প্রভাস কবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে এখন আগ্রহ চরমে ৷ এরই মাঝে বৃহস্পতিবার সামনে এল তাঁর নতুন প্য়ান ইন্ডিয়া ছবি 'সালার: পার্ট 1 সিজ ফায়ার'-এর টিজার ৷ কেজিএফ ফ্রাঞ্চাইজির পরিচালক প্রশান্ত নীলের হাত ধরে আবারও পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা ৷ রাধেশ্য়াম এবং আদিপুরুষ-এর মতো ফ্লপ ছবির পর প্রভাসের মহাকাব্য়িক কামব্যাকের জন্য় এই ছবি যে রীতিমতো গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

টিজারটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "সালার সিজ ফায়ার-এর টিজার ইতিমধ্য়েই এসে গিয়েছে ৷ আপনি কি দেখেছেন?" এই ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রীয়া রেড্ডি ৷ আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অ্যাকশন ছবির জন্য়ই রীতিমতো পরিচিত প্রভাস ৷ এর আগে 'বাহুবলী' ছবির দুই পর্বের হাত ধরে সারা ভারত জুড়ে তাঁর যে ইমেজ গড়ে উঠেছিল তা মূলত অ্যাকশন হিরোরই ৷

আবারও সেইরকমই এক রূপে ফিরতে চলেছেন প্রভাস ৷ অন্তত তারই আভাস মিলেছে ছবির প্রথম ঝলকে ৷ মূলত তাঁর ছবিতে অন্ধকার জগতের কথাই বেশি উঠে আসে ৷ কেজিএফ ছবিতেও এমনই এক জগৎকে তুলে ধরেছিলেন প্রশান্ত নীল ৷ এবারও তাঁর ছবির মূল কথা হতে চলেছে অ্যাকশন ৷ প্রভাস ফ্যানেরা 1.46 সেকেন্ডের এই টিজারে প্রভাসের মুখ ঠিক করে দেখতে পেলেন না ঠিকই তবে সাক্ষী থাকলেন তাঁর অ্যাকশনের ৷

আরও পড়ুন:ভিন্ন ভাবনায় মোড়া গ্রামজীবনের কাহিনি নিয়ে বড় পর্দায় আসছে 'দো আঁশ'

তাঁর অ্যাকশন সিকোয়েন্সে আরও একবার মোহিত অনুরাগীরা ৷ অনুরাগীরা কিন্তু এই টিজার দেখে বেশ খুশি ৷ কেউ লিখছেন, "ভারতীয় সিনেমার রাজা ৷" কেউ আবার লিখেছেন, "রাজা আবার আসছেন তাঁর রাজত্ব জয় করতে ৷" সিনে সমালোচক তরণ আদর্শও টিজারটি শেয়ার করে তিনটি ফায়ার ইমোজি শেয়ার করেছেন ৷ যা তাঁর মনোভাব স্পষ্ট করে দেয় খুব সহজেই ৷ আগামী 28 সেপ্টেম্বর তেলেগু, কন্নড়, মালায়লাম, তামিল এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details