মুম্বই, 6 জুলাই: ওম রাউতের 'আদিপুরুষ'-এর বক্স অফিস বিপর্যয়ের পর প্রভাস কবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে এখন আগ্রহ চরমে ৷ এরই মাঝে বৃহস্পতিবার সামনে এল তাঁর নতুন প্য়ান ইন্ডিয়া ছবি 'সালার: পার্ট 1 সিজ ফায়ার'-এর টিজার ৷ কেজিএফ ফ্রাঞ্চাইজির পরিচালক প্রশান্ত নীলের হাত ধরে আবারও পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা ৷ রাধেশ্য়াম এবং আদিপুরুষ-এর মতো ফ্লপ ছবির পর প্রভাসের মহাকাব্য়িক কামব্যাকের জন্য় এই ছবি যে রীতিমতো গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য ৷
টিজারটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "সালার সিজ ফায়ার-এর টিজার ইতিমধ্য়েই এসে গিয়েছে ৷ আপনি কি দেখেছেন?" এই ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রীয়া রেড্ডি ৷ আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অ্যাকশন ছবির জন্য়ই রীতিমতো পরিচিত প্রভাস ৷ এর আগে 'বাহুবলী' ছবির দুই পর্বের হাত ধরে সারা ভারত জুড়ে তাঁর যে ইমেজ গড়ে উঠেছিল তা মূলত অ্যাকশন হিরোরই ৷