হায়দরাবাদ, 23 ডিসেম্বর:বড়দিনের বক্স অফিস জমিয়ে দিয়েছে প্রভাসের 'সালার' ৷ 'ডাঙ্কি' ও 'সালার' ছবির যে প্রতিযোগিতা বক্স অফিসে শুরু হয়েছিল, তাতে মুক্তির সঙ্গে সঙ্গেই শাহরুখ খান অভিনীত ছবিকে অনেকটাই পিছনে ফেলে দিল প্রভাসের অ্যাকশন-থ্রিলার 'সালার পার্ট ওয়ান–সিজফায়ার' ৷ 175 কোটি টাকা আয় করে 2023-এ ওয়ার্ল্ডওয়াইড বিগেস্ট ওপেনার হিসাবে বক্স অফিসে ট্রেন্ড করছে 'সালার' ৷ অন্যদিকে, ডাঙ্কি দ্বিতীয় দিনের শেষে ভারতে 50 কোটির ঘর ছুঁইছুঁই ৷
ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান আগেই জানিয়েছিলেন, 'সালার' চলতি বছর সবচেয়ে বড় হিট দর্শকদের উপহার দিতে চলেছেন ৷ ইতিমধ্যেই 'সালার' বিশ্বব্য়াপী ঘরে তুলে নিয়েছে 175 কোটি টাকা ৷ ভারতে প্রথম দিনে এই ছবির কালেকশন 95 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী একদিনে 'সালার' তেলুগু ভাষায় বক্স অফিসে আয় দিয়েছে 88 শতাংশ ৷ মোট পাঁচটি ভাষা হিন্দি, তেলুগু, ইংলিশ, তামিল ও কন্নড়ে মুক্তি পায় 'সালার' ৷ মনে করা হচ্ছে, ভারতে দ্বিতীয় দিনে প্রভাসের এই ছবি অতিক্রম করে যাবে 150 কোটি ৷
বিদেশের বক্সঅফিসের দিকে নজর দিলে দেখা যায়, মালায়েশিয়া বক্সঅফিসে 'সালার' ও 'ডাঙ্কি' টপ টেনে রয়েছে ৷ অন্যদিকে, সিঙ্গাপুরে প্রভাসের ছবি 'অ্যাকোয়াম্যান' ও 'দ্য লস্ট কিংডম টুডে'-কে পিছনে ফেলে প্রথম স্থান ধরে রেখেছে ৷ উত্তর আমেরিকায় ক্রিসমাসের আমেজকে সামনে রেখে 'সালার' ট্রেন্ড করছে টপ 5 পজিশনে ৷ সেইদিক থেকে 'ডাঙ্কি' ওয়ার্ল্ডওয়াইড রয়েছে টপ টেন পজিশনে ৷
400 কোটি টাকা বাজেটের এই ছবি খুব শীঘ্রই ঘরের টাকা ঘরে তুলে নেবে বলে মনে করছে নেটিজেনরা ৷ প্রায় 7 হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে 'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সালার ৷ প্রভাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন পৃথ্বীরাজ সুকুমরন, জগপতি বাবু, শ্রুতি হাসান ও ববি সিমহা ৷ অন্যদিকে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে 'ডাঙ্কি'র বক্সঅফিস কালেকশন একটু কম ৷