পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গ্লোবাল বক্সঅফিসে 'সালার' ঢুকে পড়ল 175 কোটির ঘরে, অনেকটা পিছনে শাহরুখের 'ডাঙ্কি' - ডাঙ্কি

Salaar & Dunki box office collection: পর পর ফ্লপ ছবির মুখ দেখার পর বক্সঅফিসে ঘুরে দাঁড়ালেন দক্ষিণী তারকা প্রভাস ৷ অন্যদিকে 'পাঠান' ও 'জওয়ান' ব্লকব্লাস্টার হিটের পর শাহরুখ খানের 'ডাঙ্কি' রইল পিছনে ৷ কি বলছে বক্সঅফিস রিপোর্ট?

Salaar & Dunki box office collection
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর:বড়দিনের বক্স অফিস জমিয়ে দিয়েছে প্রভাসের 'সালার' ৷ 'ডাঙ্কি' ও 'সালার' ছবির যে প্রতিযোগিতা বক্স অফিসে শুরু হয়েছিল, তাতে মুক্তির সঙ্গে সঙ্গেই শাহরুখ খান অভিনীত ছবিকে অনেকটাই পিছনে ফেলে দিল প্রভাসের অ্যাকশন-থ্রিলার 'সালার পার্ট ওয়ান–সিজফায়ার' ৷ 175 কোটি টাকা আয় করে 2023-এ ওয়ার্ল্ডওয়াইড বিগেস্ট ওপেনার হিসাবে বক্স অফিসে ট্রেন্ড করছে 'সালার' ৷ অন্যদিকে, ডাঙ্কি দ্বিতীয় দিনের শেষে ভারতে 50 কোটির ঘর ছুঁইছুঁই ৷

ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান আগেই জানিয়েছিলেন, 'সালার' চলতি বছর সবচেয়ে বড় হিট দর্শকদের উপহার দিতে চলেছেন ৷ ইতিমধ্যেই 'সালার' বিশ্বব্য়াপী ঘরে তুলে নিয়েছে 175 কোটি টাকা ৷ ভারতে প্রথম দিনে এই ছবির কালেকশন 95 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী একদিনে 'সালার' তেলুগু ভাষায় বক্স অফিসে আয় দিয়েছে 88 শতাংশ ৷ মোট পাঁচটি ভাষা হিন্দি, তেলুগু, ইংলিশ, তামিল ও কন্নড়ে মুক্তি পায় 'সালার' ৷ মনে করা হচ্ছে, ভারতে দ্বিতীয় দিনে প্রভাসের এই ছবি অতিক্রম করে যাবে 150 কোটি ৷

বিদেশের বক্সঅফিসের দিকে নজর দিলে দেখা যায়, মালায়েশিয়া বক্সঅফিসে 'সালার' ও 'ডাঙ্কি' টপ টেনে রয়েছে ৷ অন্যদিকে, সিঙ্গাপুরে প্রভাসের ছবি 'অ্যাকোয়াম্যান' ও 'দ্য লস্ট কিংডম টুডে'-কে পিছনে ফেলে প্রথম স্থান ধরে রেখেছে ৷ উত্তর আমেরিকায় ক্রিসমাসের আমেজকে সামনে রেখে 'সালার' ট্রেন্ড করছে টপ 5 পজিশনে ৷ সেইদিক থেকে 'ডাঙ্কি' ওয়ার্ল্ডওয়াইড রয়েছে টপ টেন পজিশনে ৷

400 কোটি টাকা বাজেটের এই ছবি খুব শীঘ্রই ঘরের টাকা ঘরে তুলে নেবে বলে মনে করছে নেটিজেনরা ৷ প্রায় 7 হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে 'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সালার ৷ প্রভাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন পৃথ্বীরাজ সুকুমরন, জগপতি বাবু, শ্রুতি হাসান ও ববি সিমহা ৷ অন্যদিকে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে 'ডাঙ্কি'র বক্সঅফিস কালেকশন একটু কম ৷

ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী শাহরুখ খানের 'ডাঙ্কি' শুক্রবার আয় করেছে 20.50 কোটি টাকা ৷ ফলে দ্বিতীয় দিনে এই ছবির ঘরে ঢুকেছে 49.7 কোটি টাকা ৷ সেই হিসেবের দিক থেকে 'পাঠান' ও 'জওয়ান' দ্বিতীয় দিনে আয় করেছিল যথাক্রমে 57 কোটি ও 75 কোটি টাকা ৷ ছবির সহ-প্রযোজক গৌরি খান সোশাল মিডিয়ায় জানিয়েছেন ওয়ার্ল্ডওয়াইড 'ডাঙ্কি' আয় করেছে 58 কোটি টাকা ৷

আরও পড়ুন

1. সঙ্কটজনক উস্তাদ রশিদ খান, হাসপাতালে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী

2.'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

3.পার্টিতে অভিষেককে জড়িয়ে ধরলেন সলমন, ঐশ্বর্যকে 'মিস' করলেন নেটিজেনরা

ABOUT THE AUTHOR

...view details