ওয়াশিংটন, 25 ফেব্রুয়ারি:অশ্বমেধের ঘোড়ার মতো অপ্রতিরোধ্য গতিতে একের পর এক মাইলফলক স্থাপন করে চলেছে রাজামৌলির ব্লকবাস্টার 'আরআরআর' ৷ রাম চরণ এবং জুনিয়র এনটিআরের এই ছবি আরও একবার সেরার শিরোপা পেল ৷ গ্লোডেন গ্লোবস এবং ক্রিটিক চয়েস পুরস্কার জয়ের পর এবার টিম 'আরআরআর'-এর মুকুটে যুক্ত হল আরও বেশ কয়েকটি পালক ৷ হলিউড ক্রিটিক অ্য়াসোসিয়েশন অ্য়াওয়ার্ডসের মঞ্চে এবার টম ক্রুসের 'টপ গান: ম্যাভেরিক' ছবিকে পিছনে ফেলে দিল রাজামৌলির ছবি (RRR wins HCA Awards)৷
সেরা মৌলিক গান, সেরা স্ট্যান্ট এবং সেরা অ্য়াকশন ফিল্ম-সহ মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির অন্য়তম স্টার রাম চরণও ৷ টিমের হয়ে পুরস্কার নিতে গিয়ে পরিচালক রাজামৌলি জানান, এই মঞ্চে সম্মানিত হতে পেরে তিনি কৃতজ্ঞ ৷ সেরা অ্য়াকশন ছবি, সেরা বিদেশী ছবির পুরস্কার তো বটেই একইসঙ্গে সেরা স্টান্ট বিভাগে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রাজামৌলি জানান, সবটাই সম্ভব হয়েছে তাঁর স্ট্য়ান্ট কোরিওগ্র্যাফারের জন্য ৷ তিনি এও জানান, যাঁরা সারা বিশ্ব জুড়ে এ ধরণের পুরস্কারের আয়োজন করেন তাঁদেরও স্ট্য়ান্ট ম্য়ান এবং কোরিওগ্রাফারদের কথা ভাবা উচিত ৷ কারণ তাঁদের পরিশ্রমেই সকলে ছবি দেখে এত আনন্দ পান ৷