মুম্বই, 20 জুন:করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি নিয়ে বেশ কিছুদিন থেকেই আগ্রহ তুঙ্গে ৷ আলিয়া ভাট এবং রণবীর সিং জুটিকে নিয়ে তৈরি এই ছবি তুলে ধরবে এক সুন্দর প্রেমের কাহিনি ৷ মঙ্গলবার মুক্তি পেল ছবির বহু প্রতিক্ষিত টিজার ৷ এই ছবিতে তুলে ধরা হয়েছে দুই পরিবারের গল্প ৷ একদিকে রয়েছেন রান্ধাওয়ারা আর অন্যদিকে রয়েছে চ্যাটার্জী পরিবার ৷ তাদের নিয়েই গড়ে উঠেছো করণের নতুন 'ফিলগুড' প্রেমের কাহিনি ৷
ছবির টিজারে অবশ্য় সেভাবে গল্পের কোনও আভাসই মেলেনি ৷ তবে এটুকু বোঝা যায় রণবীর-আলিয়ার প্রেমই এই কাহিনির প্রধান ইউএসপি হতে চলেছে ৷ থাকবে দুই পরিবারের দ্বন্দ্ব, হাসি, কান্নায় মেশানো জীবনের এক টুকরো ঝলক ৷ ধর্ম প্রোডাকশন এবং ভাইকম 18 স্টুডিয়োস প্রযোজিত এই ছবি পর্দায় আসতে চলেছে আগামী 28 জুলাই ৷
ছবিতে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী এবং চূর্ণি গঙ্গোপাধ্য়ায়ও ৷ দুই বাঙালি অভিনেত্রীই শুধু বাংলার সংস্কৃতিও যে এই ছবির একটি অধ্য়ায় হিসাবে উঠে আসবে তা বোঝা যায় টিজার দেখলেই ৷ টিজারেও তাই রয়েছে দুর্গা পুজার ঝলক ৷ টোটাকেও এক ঝলক দেখা গিয়েছে পর্দায় ৷ সব মিলিয়ে এই কথা স্বীকার করতেই হবে যে করণ জোহরের ছবি থেকে দর্শক যা প্রত্যাশা করেন তার অনেকটাই মিলবে এই টিজারে ৷
আরও পড়ুন:চতুর্থ দিনে রেকর্ড পতন ! 75 শতাংশ কমল 'আদিপুরুষ' ছবির আয়
সম্প্রতিও এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে একটি ইন্টারভিউতে করণ জানিয়েছিলেন, তিনি বিরাট বার্তা রয়েছে এমন কোনও ছবি বানাতে চান না ৷ তিনি চান একটি ফিলগুড রোম্যান্টিক প্রেমের কাহিনি বানাতে ৷ এই ছবিতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শশাঙ্ক খৈতান, ঈশিতা মৈত্র এবং সুমিত রায় ৷ ছবির সংলাপও লিখেছেন ঈশিতাও ৷