নয়াদিল্লি, 24 নভেম্বর:গালওয়ান ভ্যালি নিয়ে টুইট করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়লেন রিচা চাড্ডা ৷ 2020 সালে গলওয়ানে চীনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু ভারতীয় জওয়ানের মৃত্যু হয় ৷ অনেকের মতে, রিচা যেভাবে এই টুইটটি করেছেন তাতে সেনা বাহিনির আত্মত্য়াগকে অসম্মান করা হয়েছে । বুধবার, সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর এখন প্রস্তুত পাক অধিকৃত কাশ্মীরকে ফের অধিকার করতে ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, "আমরা সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করছি ৷ আমরা দ্রুত অপারেশনটি শেষ করব ৷"
তাঁর এই বক্তব্যের নিরিখেই রিচা চাড্ডা গালওয়ানের প্রসঙ্গ সুকৌশলে তুলে আনেন (Richa Chadha trolled on social media ) । তাঁর এই মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই (Richa Chadha tweet about Galwan incident)৷ টুইটারে এক ব্যক্তি লেখেন,"গালওয়ান উপত্যকায় আমাদের সৈন্যদের আত্মত্যাগকে নিয়ে উপহাস করা হল ৷ এটি লজ্জাজনক এবং অপমানজনক বিষয়।" আরেক নেটিজেন সরাসরি রিচাকে বয়কট করার দাবি তোলেন ৷