পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত - কাবুলিওয়ালা

Kabuliwala: 67 বছর পর পরিচালক সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' সফল বক্সঅফিসে ৷ মিঠুন চক্রবর্তীর অনবদ্য অভিনয় মন কাড়ল দর্শকদের ৷ তবে কোথাও না কোথাও এই ছবি বর্তমানে কাবুলিওয়ালাদের অস্তিত্ব নিয়ে প্রশ্নও তুলল ৷ খোঁজ নিল ইটিভি ভারত

Etv Bharat
আজও কি প্রাসঙ্গিক 'কাবুলিওয়ালা'রা?

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 3:00 PM IST

Updated : Dec 28, 2023, 6:21 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: রবি ঠাকুরের 'কাবুলিওয়ালা'য় শিশু মিনি পেয়েছিল নিরাপত্তা । পেয়েছিল ভালো থাকার আশ্বাস । সেই কাবুলিওয়ালা নিয়েই একের পর এক সিনেমা । ছবি বিশ্বাস থেকে বলরাজ সাহানি আর এবার মিঠুন চক্রবর্তী । কাবুলিয়ালার চরিত্রে তাঁরা ছাপ ফেলেন দর্শক মনে । তবে প্রশ্ন থাকে, মিনিদের আবদার মেটানো সেই কাবুলিয়ালারা কি আজও একইভাবে ঝোলা নিয়ে বেরোন ? না কি কৃটনৈতিক জালে তারা কোথাও বদ্ধ? আজকের কাবুলিওয়ালারা সত্যিই কি রকমারি জিনিস ঝোলায় রাখেন, উত্তর খুঁজল ইটিভি ভারত ।

জানা যায়, অল্প সংখ্যক কাবুলিওয়ালা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন হুগলি জেলায়। খবর পেয়ে ইটিভি ভারত যোগাযোগ করে হুগলির স্থানীয় ওয়ার্ড প্রেসিডেন্ট সত্যেন্দ্রপ্রসাদ সিংহর সঙ্গে। তিনি বলেন, "অনেক বছর ধরে বংশ পরম্পরায় ওরা এখানে থাকে। হুগলির ইমামবারার পাশের ডিএম বাংলোর উলটো দিকের কুঠিতে আগে ষাট জন থাকতেন। এরপর কুঠি বিক্রি হওয়ায় সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এদিকে ওদিকে। এরা মূলত সুদের ব্যবসাই করেন। অন্য কোনও ব্যবসা করেন না। তবে, একটা সময় এদের কদর ছিল। এখন বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক অল্প সুদে ঋণ দেওয়ায় এদের কদর কমেছে। তবু এই ব্যবসাতেই রয়েছেন এরা। এদের মানসিকতা খুব ভালো। কন্যাদায়গ্রস্ত পিতাদের কষ্ট বোঝে ওরা। দিনের পর দিন সুদ নিয়ে আসল না নেওয়ার মানসিকতা এদের নেই। আগে কাবুলিওয়ালারা মারত লোকেদের। আজ উলটে ওরা পাওনা টাকা চাইলে মার খায়।"

পরিবার ছেড়ে এভাবেই বেড়িয়ে পড়েন কাবুলিওয়ালারা

তিনি আরও জানান, " খুব ডিসিপ্লিন্ড ওরা। দুপুর বারোটায় লাঞ্চ। তারপর বিশ্রাম নিয়ে ঠিক তিনটেয় উঠে তাগাদায় বেরোন। যে তারিখ ওদের দেওয়া হয় সেই তারিখেই ওরা হানা দেন। তার আগে নয়। ওরা কিন্তু দরিদ্র পরিবার থেকেই আসেন। কেউই ধনী নয়। ধনীরা এখানে এই ব্যবসা করতে আসেন না।" জানা যায়, এই সুদের টাকা খাটিয়েই কাবুলে পরিবারের হাতে সংসারে টাকা পাঠান তাঁরা। সেই টাকাতেই চলে পেট। ওদের ব্যবসা তলানিতে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে, ওরা আছে এখানে। কেউ পরিবার নিয়ে, কেউ বা একা।

চূচূড়ার কাবুলিওয়ালা আনিমুদ্দিন ইটিভি ভারতে প্রতিনিধিকে বলেন, "এখন সুদের হার অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে কাবুলিওয়ালারা আসছেও তুলনায় কম। অনেক ধরনের ব্যাঙ্ক হয়েছে এখন। অনেক কো-অপারেটিভ ব্যাঙ্ক আছে। সোনার বদলে টাকা ঋণ দেওয়ারও ব্যাঙ্ক আছে। ফলে টিকে থাকতে সুদের হার কমাতে হয়েছে কাবুলিওয়ালাদের।"

মিনির সঙ্গে কাবুলিওয়ালা

আসলে শীতের দুপুরের মিঠে আলোয় হোক বা পড়ন্ত বিকেলে, উত্তর কলকাতার অলি-গলি পেড়িয়ে পরনে আলখাল্লা, আফগানি কোট, মাথায় পাগড়ি, একমুখ দাড়ি ও ঝোলা কাঁধে নিয়ে আসা কাবুলিওয়ালাদের অনেকটা সন্দিহান চোখেই দেখা হত উনবিংশ শতকের শেষ দিকে ৷ বাড়ির খুদেদের চোখে তখন বিশাল বড় ঝোলাটাই কৌতুহলের মূল কারণ ৷ প্রশ্ন জাগত কী আছে সেই ঝোলায়? বাড়ির বড়রা সন্তর্পণে উত্তর দিতেন, ওই ঝোলা করেই ছোট ছোট শিশুরা, যারা কথা শোনে না, তাদের নিয়ে চলে যান কাবুলিওয়ালারা ৷

ঠিক সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক কাবুলিওয়ালার পরিচয় করালেন, যা বিশ্বাস ও ভালোবাসার দোলাচলে রাখল বাঙালি পাঠকদের ৷ বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্ররা আরও বেশি জীবন্ত হয়ে উঠল ছবির পর্দায় ৷ যখন পরিচালক তপন সিংহ 1956 সালে রবি ঠাকুরের এই গল্পকে নিয়ে আসলেন রূপোলি পর্দায় ৷ 'কাবুলিওয়ালা' রহমতের ভূমিকায় ছবি বিশ্বাস আর মিনির ভূমিকায় ঐন্দ্রিলা ঠাকুরের সম্পর্ক দর্শক হৃদয়ে যে মোচড় দিয়েছিল সেই আবেগ আজও অব্যাহত ৷

বাংলায় 67 বছর পর পর্দায় কাবুলিওয়ালা

1961 সালে হিন্দিতে হেমেন গুপ্তর হাত ধরে এই গল্প দর্শক দরবারে পৌঁছায় ৷ তবে বাংলায় 67 বছর পর পরিচালক সুমন ঘোষ ফিরিয়ে আনলেন সেই আবেগ, বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্ককে মিঠুন চক্রবর্তীর হাত ধরে ৷ বড়দিনের আমেজে মুক্তি পাওয়া 'কাবুলিওয়ালা' দর্শকদের আরও একবার কাঁদাল, হাসাল, অঞ্জন দত্তের গানের কথায় 'সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে...' আরও একবার বিশ্বাস করতে ও ভালোবাসতে শেখাল ৷ তবে আজ অভাব কাবুলিওয়ালাদের। তাঁদের মতোই কমেছে ছোট্ট মিনিদের সংখ্যাও ৷ এখন তাঁরা মোবাইলে ব্যস্ত ৷ ফলে ঝোলা কাঁধে কাবুলিওয়ালা দেখলে এখন আর কেউ জিজ্ঞাসা করে না, "কাবুলিওয়ালা তোমার ঝুলিতে কী আছে?"

আরও পড়ুন

1. ধর্মীয় ভাবাবেগে আঘাত! ক্রিসমাসের ভাইরাল ভিডিয়ো ঘিরে কাঠগড়ায় রণবীর-সহ কাপুর পরিবার

2.'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত

3.নতুন বছরে আসছে ভালোবাসার ছবি 'তিলোত্তমা', অভিনয়ে নীল-তৃণা

Last Updated : Dec 28, 2023, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details