পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Deepika Padukone on Ranveer Singh: খালি গায়ে ক্যামেরাবন্দি রণবীর! আবেগ ধরে রাখতে পারলেন না দীপিকা - Rocky Aur Rani Kii Prem Kahaani release date

মুক্তি পেতে চলেছে রণবীরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ৷ আর করণ জোহর পরিচালিত এই ছবির প্রোমোতে রণবীরের সুঠাম শরীর দেখে ঘায়েল দীপিকাও ৷

Deepika on Ranveer Singh
খালি গায়ে ক্য়ামেরায় রণবীর

By

Published : Jul 24, 2023, 2:05 PM IST

হায়দরাবাদ, 24 জুলাই: বলিউডে তাঁদের বডি ফিটনেসের জন্য যাঁরা বিশেষ পরিচিত তাঁদের অন্যতম অবশ্যই রণবীর সিং ৷ তালিকায় রয়েছেন হৃত্বিক রোশন, জন আব্রাহাম, টাইগার শ্রফের মতো আরও অনেকেই ৷ তবে এবার তাঁর সুঠাম শরীরের জন্য় চর্চায় উঠে এলেন রণবীর ৷ আর খালি গায়ে তাঁকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না দীপিকাও ৷ পোস্টের নীচে করলেন মন্তব্যও ৷

আসুন পুরো বিষয়টি গোরা থেকে শুরু করা যাক ৷ গতবছর তাঁর নগ্ন ফটোশুটের ঝলক সামনে আসার পর রীতিমতো চর্চায় উঠে এসেছিলেন রণবীর সিং ৷ পেপার ম্যাগাজিনের এই ছবিগুলি নিয়ে বিতর্কও কম হয়নি ৷ এবার 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবির প্রোমোতেও এমনই এক কাণ্ড ঘটালেন অভিনেতা ৷ ছবিতে দেখা যায়, রকি রান্ধাওয়ার শরীর নিয়ে ভীষণ সচেতন ৷ তাই সে রোজ তা নিয়ে চর্চাতেও মশগুল থাকতে ভালোবাসে ৷ এহেন রকির একটি ভিডিয়ো সোমবার শেয়ার করেছেন রণবীর ৷

রকিকে ভিডিয়োতে দেখা গিয়েছে খালি গায়ে জিমে কসরত করতে ৷ তাঁর সিক্স প্যাক অ্য়াবস শুধু যে দর্শককেই মুগ্ধ করেছে তা নয় মুগ্ধ দীপিকা পাড়ুকোনও ৷ পোস্টের নীচে তিনি যে ইমোজি শেয়ার করেছেন তাকে বলে ড্রুলিং ইমোজি ৷ যার অর্থ তিনি রণবীরকে এইভাবে দেখে রীতিমতো আকর্ষণ অনুভব করছেন তিনি ৷ মুগ্ধ ক্রিকেটার শিখর ধাওয়ানও ৷ ফায়ার ইমোজি পোস্ট করে তাঁর মনের ভাব প্রকাশ করেছেন তিনি ৷ এছাড়া ফ্যানেদের কমেন্ট তো আছেই ৷

আরও পড়ুন:'অন্তর্জলী যাত্রা' থেকে 'আবার অরণ্যে', জন্মদিনে ফিরে দেখা বাঙালির 'মনের মানুষ' গৌতম ঘোষকে

এবার ছবির কথায় আসা যাক ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে দেখা যাবে পঞ্জাবি এবং বাঙালি পরিবারের দন্দ্ব ৷ দুই পরিবারের সন্তান রকি এবং রানি একে অপরকে ভালোবাসে ৷ কিন্তু দুই পরিবারের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা ৷ পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য় একে অপরের পরিবারে থাকতে আসে রকি আর রানি কী হবে এরপর সেটাই দেখার এই কাহিনিতে ৷ 28 জুলাই মুক্তি পাবে এই ছবি ৷ তার আগে সোমবার মুক্তি পেতে চলেছে ছবির নতুন গান 'ঢিন্ডোরা বাজে' ৷

ABOUT THE AUTHOR

...view details