হায়দরাবাদ, 4 ডিসেম্বর:সপ্তমে রয়েছে রণবীর কাপুরের কেরিয়ার ৷ 'ব্রহ্মাস্ত্র পার্ট 1: শিবা', 'তু ঝুটি ম্যায় মক্কর' ছবির পর 'অ্যানিম্যাল' ৷ বলিউড বক্স অফিস কাঁপিয়ে বিদেশের মাটিতেও অব্যাহত ছবির জয়যাত্রা ৷ ভারতে 200 কোটির ঘরে প্রবেশ করে গিয়েছে এই ছবি ৷ অন্যদিকে ওয়ার্ল্ড ওয়াইড এই ছবি ঘরে তুলেছে 350 কোটির বেশি ৷
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি অ্যানিম্যাল প্রথম দিন 61 কোটি টাকার কিছু বেশি আয় করে ৷ তৃতীয় দিনে এই ছবি আয় করেছে 72.50 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী প্রতিদিনের বক্সঅফিসের তুলনায় 8.5 শতাংশ আয় বৃদ্ধি হয়েছে 'অ্যানিম্যাল' ছবির ৷ অর্থাৎ ভারতে তৃতীয় দিনে এই ছবি আয় করেছে 202.57 কোটি টাকা ৷ শাহরুখ খানের পাঠান যেখানে আয় করেছিল 166.75 কোটি টাকা এবং জওয়ান ভারতে তিনদিনে বক্সঅফিসে আয় করেছিল 206.06 কোটি টাকা ৷
অর্থাৎ, ছবি মুক্তির পর উইকএন্ডের প্রথম রবিবারের আয়ের তুলনা করলে পাঠানকে পিছনে ফেলেছে 'অ্যানিম্যাল' ৷ আবার পিছিয়ে রইল 'জওয়ান'-এর কালেকশন থেকে ৷ কারণ তৃতীয় দিনে 'জওয়ান' বক্সঅফিসে আয় করে 80.1 কোটি টাকা ৷ শুধু তাই নয়, ম্যাসিভ হিট ছবি সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত 'গদর 2' ছবি মুক্তির পর প্রথম রবিবার খুব বেশি আয় করতে পারেনি ৷ এই ছবির সেই দিন কালেকশন ছিল 51.7 কোটি টাকা ৷
স্যাকনিল্ক অনুযায়ী, চতুর্থ দিন অর্থাৎ সোমবার টিকিটের অ্যাডভান্স বুকিং দেখে আন্দাজ করা যায় 11.19 কোটি টাকা ঘরে তুলতে পারে এই ছবি (সোমবার সকালের ট্রেন্ড অনুযায়ী) ৷ সেক্ষেত্রে 7 সেপ্টেম্বর মুক্তি পাওয়া 'জওয়ান' প্রথম উইকএন্ডে ভারতে আয় করেছিল 206 কোটি টাকা ও গ্লোবালি আয় করেছিল 350 কোটি টাকা ৷ অন্যদিকে 'পাঠান' উইকএন্ডে আয় করেছিল গ্লোবালি 280.75 কোটি টাকা ও ভারতে আয় করেছিল 166 কোটি টাকা ৷ ফলে গ্লোবালি বক্সঅফিসে শাহরুখ খানকে মাত দিলেন রণবীর কাপুর ৷