পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ram Kamal Birthday Celebration: জন্মদিন নিয়ে মেতে উঠলেন রামকমল, সোশালে পোস্ট 'বিনোদিনী'র পরিচালকের - রামকমল মুখোপাধ্যায়

জন্মদিন নিয়ে মেতে উঠলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় শেয়ারও করলেন জন্মদিন পালনের একটি সুন্দর ভিডিয়ো ৷ বুধবার ভোররাতেই এই ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক ৷

Pic Ram Kamal Mukherjee Instagram
জন্মদিন নিয়ে মাতলেন রামকমল

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 11:41 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর:রামকমল মুখোপাধ্যায় এই মুহূর্তে বিনোদনের দুনিয়ায় বেশ পরিচিত নাম ৷ সম্প্রতি 'এক দুয়া' ছবির জন্য তিনি ভূষিত হয়েছেন জাতীয় পুরস্কারে ৷ আর অন্যদিকে আগামিদিনে পর পর মুক্তি পেতে চলেছে তাঁর দু'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি ৷ একটি 'বিনোদিনী এক নটীর উপাখ্যান' এবং অন্যটি 'দ্রৌপদী' ৷ দু'টি ছবিতেই মুখ্য চরিত্রে রয়েছেন দেব প্রিয়া রুক্মিণী মৈত্র ৷ এহেন রামকমল আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন ৷ জন্মদিন নিয়ে অবশ্য কয়েকদিন আগে থেকেই সোশালে বিভিন্ন পোস্ট করছেন তিনি ৷ বুধবারও তার ব্যতিক্রম হল না ৷

বুধবার সোশাল মিডিয়ায় জন্মদিন পালনের একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি ৷ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "ধন্যবাদ বন্ধুরা আমার জন্মদিনটা এতো স্পেশাল করে তোলার জন্য় ৷" ভিডিয়োতে দেখা গেল তিনি কেক কাটলেন বন্ধুদের সঙ্গে মিলেমিশে ৷ যদিও যে ভিডিয়োটি সামনে এসেছে তাতে দেব বা রুক্মিণী কাউকেই দেখা গেল না ৷

রামকমলের জন্মদিন সেলিব্রেশন

এর কারণ অবশ্য জানা গেল রুক্মিণীর ইনস্টাগ্রামে ৷ স্টোরিতে নায়িকা জানালেন, তিনি অসুস্থ ৷ তবে ঠিক কী হয়েছে তাঁর তা খুলে কিছুই লেখেননি অভিনেত্রী ৷ যাই হোক সম্প্রতি দেবের সঙ্গে ব্যোমকেশে সত্যবতীর ভূমিকায় অভিনয় করেছিলেন রুক্মিণী ৷ আর বর্তমানে তিনি কাজ করছেন রামকমলের ছবিতে ৷ বিনোদিনী হিসাবে তাঁকে দেখার জন্য় এখন রীতিমতো মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ পাশাপাশি দ্রৌপদী চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলবেন তিনি তা জানার আগ্রহও কম নয় ৷

আরও পড়ুন:মুক্তির অপেক্ষায় 'মিশন রানিগঞ্জ', ইটিভি ভারতে অকপট অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য

রামকমল মুখোপাধ্যায় পরিচালনায় আসার আগে ছিলেন লেখার জগতের মানুষ ৷ তাঁর মূল পরিচয় 'হেমা মালিনী: বেয়ন্ড দ্য ড্রিম গার্ল' কিংবা 'সঞ্জয় দত্ত ওয়ান ম্যান মেনি লাইফস'-এর মতো বায়োগ্রাফিগুলির জন্য় ৷ একটি জনপ্রিয় ফিল্ম ম্যাগাজিনের এডিটরও ছিলেন তিনি ৷ এরপর তিনি চলে আসেন পরিচালনার জগতে ৷ ঋতুপর্ণ ঘোষের জীবন নিয়ে তৈরি করেন 'সিজন গ্রিটিংস' ৷ তার আগে অবশ্য 'কেক ওয়াক' নামে একটি শর্ট ফিল্মও বানিয়েছিলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details