হায়দরাবাদ, 23 ডিসেম্বর:সোশাল মিডিয়ায় বরাবরই ট্রেন্ডে থাকতে ভালোবাসেন হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর অভিনয়ের নানান ঝলক তো বটেই, পাশাপাশি তিনি শেয়ার করেন পারিবারিক জীবনের টুকরো ছবিও ৷ সামনেই ক্রিসমাস ৷ সেলেবরা এখন মেতে উঠেছেন তাঁদের প্রি-ক্রিসমাস উদযাপন নিয়ে ৷ এরই মাঝে স্বামী নিক জোনাস ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ঝলক সোশালে শেয়ার করলেন অভিনেত্রী ৷ শনিবার তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা ৷
ছবিতে ক্রিসমাসের কয়েকদিন আগেই সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গেল তাঁকে ৷ একটি ছবিতে স্বামীর সঙ্গে বেশ ঘনিষ্ট মুহূর্তে দেখা গেল অভিনেত্রীকে ৷ তাঁদের এই আদুরে ছবি বেশ মন কেড়েছে অনুরাগীদের ৷ নিক এদিন নিজেকে সাজিয়েছিলেন ক্যাজুয়াল পোশাকে ৷ ঝলমলে কালো ব্লেজারে বেশ নজর কাড়লেন তিনি ৷ পাশাপাশি প্রিয়াঙ্কার পরণে ছিল সাদা রঙের পোশাক ৷ নিকইয়াঙ্কার কালো-সাদার এই কম্বিনেশন তাঁদের রসায়নের মতোই মিষ্টি ৷ এমনটাই লিখেছেন নেটপাড়ার অনুরাগীরা ৷ কেউ আবার লিখেছেন, "এই ছবিটা আমার মন কেড়ে নিয়েছে ৷ সত্যি মানুষ যখন তাঁর ভালোবাসার মানুষটিকে কাছে পায় সে এমনই বাচ্চা হয়ে যায় ৷"
অন্য আরেকটি ছবিতে দেখা গেল অভিনেত্রীর কন্যা মালতীকেও ৷ আপন মনে গাড়ি নিয়ে খেলায় মত্ত সে ৷ এর আগেই তাঁর ক্রিসমাসের প্রস্তুতি পর্বের কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি ৷ অবশ্য সব ধরনের উৎসব নিয়েই মেতে উঠতে দেখা যায় দ্য দেশি গার্ল-কে ৷ কখনও নিকের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন তিনি কখনও বা তাঁকে দেখা যায় ক্রিসমাসের আলোর মালায় ঘর সাজাতে ৷ উৎসব সাবার এই তত্ত্বেই বিশ্বাস রেখেছেন অভিনেত্রী ৷
যে রাঁধে সে চুলও বাঁধে বাংলার এই প্রবাদ হয়তোবা জানা নেই অভিনেত্রীর ৷ তবে তাঁর ক্ষেত্রে এই প্রবাদটি যে সুন্দরভাবে খাটে তা বলাই বাহুল্য ৷ তিনি যেমন মা হিসাবে সংসার সামলান মন দিয়ে তেমনই কর্মক্ষেত্রেও সকলের মন কাড়ছেন সমান দক্ষতার সঙ্গে ৷ রুশো ব্রাদার্সের সিরিজ 'সিটাডেল'-এ কয়েক দিন আগেই চমৎকার অভিনয় করেছেন তিনি ৷ এছাড়া কাজ করেছেন 'লাভ এগেইন' ছবিতেও ৷ আগামিদিনে ফরহান আখতারের হিন্দি ছবি 'জি লে জরা'-তেও দেখা যাবে তাঁকে ৷ ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷
আরও পড়ুন:
- গ্লোবাল বক্সঅফিসে 'সালার' ঢুকে পড়ল 175 কোটির ঘরে, অনেকটা পিছনে শাহরুখের 'ডাঙ্কি'
- 'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
- হারিয়ে যেতে বসা 'গম্ভীরা'র কথা এবার বড় পর্দায়, খরাজ-সৌরভদের হাত ধরে আসছে 'নানা হে'