পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sudipta Sen On Kerala Story: মুখ্যমন্ত্রী চাইলে তাঁর পাশে বসে 'দ্য কেরালা স্টোরি' দেখতে রাজি পরিচালক সুদীপ্ত - কলকাতায় সুদীপ্ত সেন ও আদাহ শর্মা

শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদাহ শর্মা ৷ সমালোচনা থেকে শুরু করে ছবি সম্পর্কিত নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন পরিচালক ৷

Sudipta Sen On Kerala Story
কলকাতায় সুদীপ্ত সেন ও আদাহ শর্মা

By

Published : May 19, 2023, 9:19 PM IST

Updated : May 19, 2023, 9:39 PM IST

কলকাতায় সুদীপ্ত সেন ও আদাহ শর্মা

কলকাতা, 19 মে: বেশ কয়েকদিনের যুদ্ধ পেরিয়ে অবশেষে হাসি ফুটেছে 'দ্য কেরালা স্টোরি' নির্মাতাদের মুখে ৷ সুপ্রিম কোর্টে রাজ্যে ছবি নিষেধাজ্ঞার ওপরে স্থগিতাদেশ আসার পরেই ফের বাংলার বুকে দেখানো শুরুর কথা 'দ্য কেরালা স্টোরি'। শুক্রবার কলকাতায় উপস্থিত হয়েছিলেন পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদাহ শর্মা ৷ এইদিন মুখ্যমন্ত্রীর পাশে বসে সিনেমা দেখার কথা জানিয়েছেন পরিচালক ৷

শুক্রবার কলকাতায় অভিনেত্রী আদাহ শর্মাকে নিয়ে হাজির ছবির পরিচালক সুদীপ্ত সেন। তিনি বলেন, "আমার অনেক শ্রদ্ধা রয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য। আমি ওনাকে বলতে চাই, উনি আগে আমাদের ছবিটা দেখুন। আর উনি যদি চান আমি ওনার সঙ্গে বসে ছবিটা দেখব। এটা আমার ছবি বা আমার ইগোর ব্যাপার নয়, আমরা হাজার হাজার মহিলার কথা বলেছি ছবিটাতে। তাঁদের ইস্যুটা খুব বড় ৷ এই মেয়েগুলো মমতা দিদির সাপোর্ট চান। দিদি ওদের পাশে দাঁড়ান।"

এর পাশাপাশি প্রশ্ন উঠে আসে বড় পর্দার পাশাপাশি কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি ? জবাবে পরিচালক সুদীপ্ত জানিয়েছেন, প্রেক্ষাগৃহে দেখানো নিয়ে এখানকার ডিস্ট্রিবিউটরের কাছে, হল মালিকের কাছে হুমকি আসছে এই ছবিটা না চালানোর জন্য। কিন্তু নির্মাতা হিসাবে চাওয়া মানুষ হলে গিয়ে ছবিটা দেখুক। এটা বড় পর্দার জন্য তৈরি। কেরালা, হিন্দুকুশে, হিমালয়ে তৈরি। তাই এটা হলে গিয়ে না-দেখলে ভালো লাগবে না। তাই বড় পর্দায় আগে বেশি সংখ্যক মানুষ দেখার পর ওটিটির কথা ভাবব।"

আরও পড়ুন: প্রথম সপ্তাহে বক্স অফিসে চাপের মুখে বিদ্যুতের 'আইবি 71'

সবশেষে পরিচালক বলেন, "আমি কিংবা বিপুল শাহ গুরুত্বপূর্ণ নই এই ছবিতে। দেশের দেড় থেকে দুই কোটি লোক দেখে ফেলেছে ছবিটা। সারা পৃথিবীর হাজার হাজার লোক দেখে ফেলেছে ছবিটা। ভালো লেগেছে সবার। এই ছবির কোনও শট বা সংলাপ কিছুই কাটা হয়নি। ইন্ডাস্ট্রির ভাষায় এটা 'আনপ্রেসিডেনটেড ব্লকব্লাস্টার'। এই ছবি কোনও রাজ্যে না দেখানো মানে সেই রাজ্যবাসীর জন্য বঞ্চনার বিষয়। তাই রাজ্যবাসীর জানানো উচিত, যে ছবি অনেকেই দেখেছেন সেই ছবি বাকিদেরও দেখা উচিত ৷"

Last Updated : May 19, 2023, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details