হায়দরাবাদ, 12 নভেম্বর: শাহরুখ ও প্রভাস বক্সঅফিসে একসঙ্গে মাঠে নামছেন । এই খবর তো নিশ্চিত ৷ কিন্তু ছবির ট্রেলার কবে আসবে তা জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে দর্শকদের খুশির খবর শোনাল টিম সালার ৷ পয়লাতেই আসবে 'সালার' ছবির ট্রেলার ৷ জানা গেল ট্রেলার মুক্তির বিশেষ সময়ও ৷
হোমবেল ফিল্মসের তরফ থেকে এদিন ইন্সটাগ্রামে 'সালার পার্ট 1 সিজফায়ার' ছবির নতুন একটি পোস্টার সামনে আনা হয়৷ তাতে লিখে দেওয়া হয় ট্রেলার মুক্তির তারিখ ও সময় ৷ ক্যাপশনে লেখা হয়, "সকলেই তৈরি হয়ে যান ৷ সালার সিজফায়ার ছবির ট্রেলার আসছে পয়লা ডিসেম্বর ঠিক সন্ধ্যে 7.19 মিনিটে ৷"
খবর সামনে আসতেই অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া ৷ কেউ মন্তব্য করেছেন, "এই ছবি বাহুবলি রেকর্ড ভেঙে দেবে ৷" আবার কারোর মন্তব্য, "ডায়নোসরের রাজত্ব করার সময় এসে গিয়েছে ৷" আবার কেউ লিখেছেন, এই ছবি আগের সব রেকর্ড ভেঙে দেবে ৷
উল্লেখ্য, প্রশান নীল ও প্রভাস সালার ছবির হাত ধরে একসঙ্গে কাজ করেছেন ৷ প্রভাস ছাড়াও মুখ্যচরিত্রে রয়েছেন জগপতি বাবু, পৃথ্বিরাজ সুকুমারন ও শ্রুতি হাসান ৷ ছবিটি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে 22 ডিসেম্বর ৷ অন্যদিকে, একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির 'ডাঙ্কি' ৷