পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan Breaks Baahubali 2 Record: হাজার কোটি ছুঁইছুঁই, বাহুবলী 2-এর রেকর্ড ভেঙে ইতিহাস পাঠানের - pathaan baahubali 2 box office record

পাঠান (Pathaan Breaks Baahubali 2 Record) ঝড়ে ভেঙে গেল বাহুবলী 2-এর রেকর্ড ৷ 25তম দিনে দেশের মাটিতে পাঠানের সংগ্রহ 511.22 কোটি টাকা (Pathaan box office day 25)৷ আর বিশ্বব্যাপী আয় 988 কোটি টাকা ৷

Pathaan Baahubali 2 ETV Bharat
পাঠান ও বাহুবলী 2

By

Published : Feb 19, 2023, 7:24 PM IST

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি: পূর্বাভাস ছিলই ৷ তা সত্যি হতেও বেশি সময় অপেক্ষা করতে হল না ৷ বাহুবলী 2-এর বক্স অফিস রেকর্ড (Pathaan Breaks Baahubali 2 Record) ভেঙে দিল পাঠান ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে এখন সর্বোচ্চ আয়ের হিন্দি চলচ্চিত্র শাহরুখ খানের (Shah Rukh Khan Latest News) অ্যাকশন ড্রামা । এসএস রাজামৌলীর বাহুবলী: দ্য কনক্লুশনের হিন্দি সংস্করণ মোট 510.99 কোটি টাকা সংগ্রহ করে এতদিন সর্বোচ্চ আয়ের মুকুট ধরে রেখেছিল ৷ এ বার সেই রেকর্ড ভেঙে দিয়ে সেরার মুকুট উঠল পাঠানের মাথায় ৷ মুক্তির 25তম দিনে (Pathaan box office day 25) তাদের মোট আয় 511.22 কোটি টাকা ৷

বিশ্বব্যাপী মোট আয় 988 কোটি টাকা:দুটি নতুন ছবি মুক্তির পরও বক্স অফিসে থামানো যায়নি শাহরুখ খানের প্রত্যাবর্তনের ফিল্ম পাঠানের দৌড় ৷ চতুর্থ শনিবার পাঠানের বক্স অফিস গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে । নির্মাতারা শুক্র ও শনিবার টিকিটের দাম কমিয়েছিলেন । সেই কৌশল পাঠান টিমের জন্য ইতিবাচক ফলাফল এনে দিয়েছে ৷ সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবি মুক্তির 25তম দিনে তাদের বিশ্বব্যাপী মোট আয় 988 কোটি টাকা ।

বাহুবলী 2-এর রেকর্ড ভাঙল পাঠান: যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) রবিবার সোশ্যাল মিডিয়ায় পাঠানের বক্স অফিস আপডেট শেয়ার করেছে এবং জানিয়েছে যে, বাহুবলী 2-এর হিন্দি সংস্করণকে ছাপিয়ে এই ছবি এখন সর্বাধিক আয়কারী হিন্দি হিসাবে আবির্ভূত হয়েছে ৷ বাহুবলী 2-এর মূল ছবিটি মুক্তি পেয়েছিল তেলুগুতে ৷ চতুর্থ সপ্তাহান্তে পাঠানের বিশ্বব্যাপী আয় 988 কোটি টাকা ৷

আরও পড়ুন:চতুর্থ সপ্তাহে বাড়ল শো, দুই নতুন রিলিজেও বক্স অফিসে দাপট অব্যাহত পাঠানের

25তম দিনে দেশে ও বিদেশে কত আয়? বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, জাতীয় শৃঙ্খলের বাইরে ছোট ছোট ক্ষেত্রেও পাঠানের গ্রাফ এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছে ৷ পাঠান তার 25তম দিনে ভারতে মোট 511.22 কোটি টাকা আয় করেছে ৷ দেশে এই ছবির বক্স অফিসে গ্রস দাঁড়িয়েছে 616 কোটি টাকা । চলচ্চিত্রটি বিদেশে 372 কোটি টাকা আয় করেছে ।

ফের সিংহাসনে বলিউডের বাদশা: পারিবারিক বিনোদনকারী শেহজাদা এবং হলিউড ফিল্ম অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া মুক্তির পরেও বক্স অফিসে পাঠানের আধিপত্য অব্যাহত রয়েছে ৷ টিকিটের দাম কমায় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে পাঠানের শো বাড়ানো হয়েছে । বিস্ময়কর সংখ্যাতত্ত্বে অনেকটা এগিয়ে, বলিউডের বাদশা আবারও ফিরে এসেছেন তাঁর সিংহাসনে ৷

ABOUT THE AUTHOR

...view details