পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anil Kapoor: অভিনয়ের চার দশক, স্মৃতির সাগরে ডুব অনিলের - স্মৃতির সাগরে ডুব অনিলের

চার দশক ধরে অনিল তাঁর অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দর্শকদের ৷ বুধবার তাঁর কেরিয়ারের বেশ কিছু ঝলক শেয়ার করলেন অভিনেতা (Anil Kapoor 4 decades journey)৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 2, 2023, 11:09 AM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: গত প্রায় চার দশক ধরে হিন্দি বিনোদনের জগতে অন্যতম পরিচিত মুখ অনিল কাপুর ৷ দর্শকদের তিনি উপহার দিয়েছেন দারুণ কিছু ছবি ৷ জিতেছেন একাধিক পুরস্কার ৷ এমনকী অস্কার জয়ী ছবি 'স্লাম ডগ মিলিয়নিয়র'-এরও অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন তিনি ৷ বুধবার তাঁর এই দীর্ঘ কেরিয়ারের কিছু ঝলক দর্শকদের জন্য় শেয়ার করেছেন (Anil Kapoor shares throwback pictures) ৷
প্রথম ছবিতে দেখা গিয়েছে অনুপম খের এবং অরুণা ইরানির সঙ্গে স্টেজ শেয়ার করছেন অনিল ৷ বহুদিন আগে 'বেটা' ছবির জন্য পুরস্কার পান অনিল কাপুর ৷ এই ছবি তখন তোলা । অনিল এবং মাধুরী অভিনীত 'বেটা' ছবিটি যেমন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তেমনই ওই সময়ের 'পুকার', 'তেজাব', 'পরিন্দা'-র মতো ছবিগুলিও ছিল যথেষ্ট জনপ্রিয় ৷ একটি ছবিতে অনিল কাপুরকে দেখা গিয়েছে নীতু কাপুরের সঙ্গেও ৷

ছবির এই সিরিজটি শেয়ার করে অনিল লিখেছেন, "আমি যে চার দশকের সফর করেছি তাতে বহুবার স্রোতের পরিবর্তন হয়েছে ৷ প্রতিভারাও বদলে গিয়েছে, বদলে গিয়েছে রুচি আর হ্যাঁ অবশ্য়ই বদলে গিয়েছেন দর্শকরা ৷ কিন্তু একটি জিনিসের কোনও পরিবর্তন হয়নি তা হল কঠোর পরিশ্রম ৷ কাজ, অধ্যবসায় এবং প্রত্যয় সাফল্য এনে দেয় ৷"

তাঁর এই চার দশকের সফর শেষে যে ঝলকগুলি শেয়ার করেছেন অভিনেতা তা দেখে খুশি ভক্তরাও ৷ একসময় যিনি নায়ক থেকে শুরু করে রাম লক্ষণ-এর মতো সিনেমা করেছেন তিনিই আবার মজনুভাই হয়ে লোককে হাসিয়েছেন ওয়েলকাম ছবিতে ৷ শুধু তাঁর অনুরাগীরা নয় অনিলের এই পোস্টে মনের দুয়ার খুলেছেন ইন্ডাস্ট্রির অনেকেও ৷ মুক্তি মোহন লেখেন, 'শাইন অন স্যার ৷ আপনি এই প্রত্য়েকটি সম্মানের যোগ্য ৷' অন্য়দিকে পরিচালক-অভিনেতা রাজ সিং চৌধুরী লিখেছেন, 'স্য়ার এটাই হল একজন কিংবদন্তির উত্তরাধিকার ৷'

আরও পড়ুন:নতুন চরিত্র থেকে নীলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের রটনা অকপট তৃণা

অভিনয়ের কথা বলতে গেলে, ইতিমধ্য়েই বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও পা রেখেছেন অনিল কাপুর ৷ আগামীতে অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এ আদিত্য রায় কাপুরের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ আগামী 17 ফেব্রুয়ারি ওটিটি প্রিমিয়ার হতে চলেছে সিরিজটির ৷ তার আগে স্মৃতির সাগরে ডুব দিলেন অনিল কাুপুর ।

ABOUT THE AUTHOR

...view details