মুম্বই, 19 ফেব্রুয়ারি:আলি আব্বাস জাফরের পরিচালনায় নতুনভাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-র শ্যুটিং শুরু হয়েছে। বড়ে মিয়াঁ হচ্ছেন অক্ষয় কুমার, ছোটে মিয়াঁর ভূমিকায় টাইগার শ্রফ। মুম্বই ফিল্ম সিটিতে চলছে শ্যুটিং। আর শ্যুটিং এবার ঘটে গেল বড়সড় বিপত্তি। হঠাৎ করেই হানা দিল চিতাবাঘ। যদিও সে সময় প্যাকআপ হয়ে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। ছিলেন মেকআপ আর্টিস্ট এবং তাঁর এক বন্ধু। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বছর তেইশের মেকআপ আর্টিস্টের নাম শ্রবণ বিশ্বকর্মা (MUA of Bade Miya Chote Miya Film) ৷
এই ফিল্ম সিটিটি সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের কাছে অবস্থিত যেখানে চিতাবাঘ এবং অন্যান্য অনেক প্রজাতির বন্য প্রাণী রয়েছে। প্রায় তিনশো একর জমির উপর তৈরি এই ফিল্ম সিটিতেই অতর্কিতে চিতাবাঘের হামলার ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন বছর মেকআপ শিল্পী শ্রবণ। শ্রবণ বিশ্বকর্মা জানিয়েছেন, আমার বন্ধুর বাইকে করে শ্যুটিং স্পটে যাচ্ছিলাম। শ্যুটিং লোকেশেনের কাছেই একটি শূকর রাস্তা পার হচ্ছিল, বাইকের গতি বাড়িয়ে এগোতেই দেখি একটা চিতাবাঘ ওই শূকরের পিছু নিয়েছে। তারপরই আমার বাইকের সঙ্গে চিতাবাঘের মুখোমুখি ধাক্কা লাগে। আমি বাইক থেকে পড়ে যাই। আমার যেটুকু মনে আছে, চিতাবাঘটি আমার চারপাশে ঘোরাফেরা করছিল, তখন আমি জ্ঞান হারাই, আর কিছুই মনে নেই। তারপর হয়তো স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন:'সেলফি'র গানে রিলস তৈরি করলেন অক্ষয়-টাইগার
ফিল্ম সিটির ভিতরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়, আগেও হয়েছে। তবে এবার মেকআপ শিল্পীর উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের সভাপতি সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। বিষয়টি যাতে সরকার দৃষ্টি আকর্ষণ করে তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন তিনি ৷ সেইসঙ্গে এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি । তিনি লিখেছেন, "ফিল্ম সিটিতে বারবার চিতাবাঘের হামলা হয়, অথচ যেখানে হাজার হাজার শ্যুটিং চলে। ফিল্মসিটি তিনশো একর জমির উপর নির্মিত। আপনি যদি রাতে এখানে বেড়াতে যান, তাহলে দেখবেন স্ট্রিট লাইটেরও সুবিধাও নেই। আলোর অভাবে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।" ঘটনায়, মহারাষ্ট্র বন বিভাগের তরফে বলা হয়েছে, এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এলাকায় আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজন রয়েছে ৷ সবমিলিয়ে চিতাবাঘের হানায় কলাকুশলীদের মধ্যে নতুন করে উদ্বেগের সঞ্চার হয়েছে ।
উল্লেখ্য, এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি এবং দীপশিখা ভাগনানি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি। 1998 সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবি। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং গোবিন্দাকে। নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণান। এবার একইনামে ভিন্ন কাহিনী নিয়ে নতুন ছবি বক্স অফিস কাঁপাতে আসছে ।
আরও পড়ুন:দীপাবলিতে একসঙ্গে ফের পর্দায় ফিরছে টাইগার-পাঠান