মুম্বই, 25 এপ্রিল: বলিউড ডিভা সুস্মিতা সেন মঙ্গলবার জানালেন 'আরিয়া'-র তৃতীয় সিজনের জন্য শ্যুটিং শুরু করে দিয়েছেন তিনি । হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রায় দু'মাস পর আবার কাজে ফিরলেন অভিনেত্রী। গত মার্চ মাসে অভিনেত্রী জানিয়েছিলেন হার্ট অ্যাটাকের জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে । এমনকী তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টিও করাতে হয়। তবে ধীরে ধীরে তিনি যে সুস্থতার পথে ফিরছেন সে খবর কয়েকদিন আগেই অনুরাগীদের দিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি 'আরিয়া 3'-র সেট থেকে কিছু ঝলক শেয়ার করেছেন নায়িকা । ফের একবার শ্যুটিং শুরু করার কথা অনুরাগীদের জানান তিনি। সুস্মিতা লিখেছেন, "ও ভয়ানক । ও নির্ভীক। ও ফিরে এসেছে । আরিয়া-র তৃতীয় সিজনের শ্যুটিং আবার শুরু হল ।" ডিজনি প্লাস হটস্টারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই সিরিজের নতুন মরশুম, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
ফ্যানেরাও ভীষণ পছন্দ করেছেন তাঁর এই নতুন ভিডিয়ো। তৃতীয় সিজনে আরিয়া'কে দেখা যাবে একেবারে অন্য রূপে। এখানে তিনি একজন নির্ভীক মা, কন্যা এবং নারী । একইসঙ্গে অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই সিরিজ। 'আরিয়া' নিয়ে বলতে গিয়ে সুস্মিতা বলেন, "আরিয়া হল শক্তির প্রতীক । তাঁর অবাধ্য স্পিরিট আজ আমার একটা অনিবার্য অংশ হয়ে উঠেছে । এই চরিত্রের হাত ধরে আমি সম্পূর্ণ নতুন একটি জায়গায় পা রেখেছি । আর তাঁর নির্ভীক সত্ত্বাকেই আমায় সঠিকভাবে ব্যবহার করতে হয়েছে চরিত্রে প্রবেশ করার জন্য।"
'আরিয়া 3' ছাড়াও এই মুহূর্তে নতুন ছবি 'তালি' নিয়ে বড়পর্দায় আসছেন সুস্মিতা । এই ছবিতে তাঁকে দেখা যাবে রূপান্তরকামী গৌরি সাওয়ান্তের চরিত্রে। স্বাভাবিকভাবে এটি যে চ্যালেঞ্জিং চরিত্র, তাঁর জন্য তা বলাই বাহুল্য । আবার অন্য়দিকে আরিয়া'কে কীভাবে ফুটিয়ে তুলবেন সুস্মিতা সেদিকেও নজর থাকবে সকলের ।
আরও পড়ুন:সপ্তাহের শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'কিসি কা ভাই কিসি কি জান'