হায়দরাবাদ, 14 অক্টোবর: টাকা নাকি মানুষের বিশ্বাস, আপনি বাছবেন কাকে? সেই প্রশ্ন নিয়েই মহালয়ার পূণ্যতিথিতে হাজির 'মানুষ' ছবির টিজার ৷ নেপথ্য টলিউডের সুপারস্টার জিৎ ৷ শনিবার প্রকাশ্যে এল জিৎ অভিনীত মানুষ-এর ঝলক ৷ সোশাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা অঙ্কুশ হাজরা ও কোরিয়োগ্রাফার বাবা যাদব ৷
চলতি বছরই জিৎ-এর 'চেঙ্গিজ' ঝড় দেখেছে বক্সঅফিস ৷ বাংলার পাশাপাশি হিন্দিতেও জিৎ প্রযোজিত ও অভিনীত এই ছবি দর্শক দরবারে জনপ্রিয়তা পায় ৷ এবার তিনি এক নয়া অবতারে ৷ মহালয়ার দিন প্রকাশ্যে এল জিৎ-এৎ 'মানুষ' ছবির টিজার ৷
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "যখন বিশ্বাস ও রাগ একই পথে চলে ৷" মহালয়ার বিশেষ দিনে প্রকাশ্যে মানুষ ছবির টিজার ৷ যেখানে ভিডিয়োর শুরুতেই জিৎকে বলতে শোনা যায়, "আমা টাকা গুনি না, শুধুমাত্র জীবন গুনি ৷" অন্যদিকে অপরাজিত ছবিতে অন্যরকম চরিত্রের পর জীতু কমলের ভূমিকা নজর কাড়ল দর্শকদের ৷ প্রথমে তাঁকে জেলবন্দি অবস্থায় কাঁদতে দেখা যায় ৷ তারপরেই ফুটে ওঠে তাঁর ভয়ঙ্কর রূপ ৷ যেখানে জিতুর গলায় শোনা যায়, "মানুষকে বিশ্বাস করা যায় না ৷"