পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adipurush Film Controversy: 'আদিপুরুষ' নিয়ে কড়া সমালোচনা, হলের সামনেই মারধর ব্যক্তিকে - হলের সামনেই মারধর হল এক ব্যক্তিকে

দিনের শুরুটা হয়েছিল আতশবাজির খেলা দিয়ে ৷ আর দুপুরের গড়াতে না গড়াতেই প্রভাসের 'আদিপুরুষ' ছবি নিয়ে খারাপ মতামত দেওয়ায় মারধর হল এক ব্যক্তিকে ৷

Adipurush Film Controversy
আদিপুরুষ নিয়ে কটাক্ষ করে বিপাকে এক ব্যক্তি

By

Published : Jun 16, 2023, 7:34 PM IST

Updated : Jun 17, 2023, 7:46 AM IST

হায়দরাবাদ, 16 জুন:অবশেষে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' ৷ আর ওম রাউত পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে পেতেই ছবি নিয়ে চলতে থাকা বিতর্কের আগুনে যেন ঘৃতাহুতি হয়েছে ৷ রাবনের লুক নিয়ে নিয়ে তো আগেই প্রশ্ন উঠেছিল এবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন হনুমানের লুক নিয়েও ৷ কারও মতে হনুমানের লুকটিও একেবারে 'মোল্লা'দের মতো ৷ এবার ছবি দেখার পর প্রভাসের অভিনয় নিয়ে কটাক্ষ করায় হায়দরাবাদে একটি সিনেমাহলের সামনে তৈরি বিতর্ক ৷ মারধর করা হল একজন দর্শককে ৷

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে নিজের কথা তুলে ধরেছেন এই ব্যক্তি ৷ ওই ব্যক্তি ভিডিয়োতে তেলেগু ভাষায় বলেন, "আরে দেখে মনে হচ্ছে প্লে স্টেশনের গেম থেকে দৈত্যদের নিয়ে আসা হয়েছে ৷ হনুমানের অভিনয়, ব্যাকগ্রাউন্ড স্কোর আর কিছু থ্রি ডি শট ছাড়া আর কিছুই নেই ৷" তাঁর এই বক্তব্য সামনে আসতেই বিতর্ক শুরু হয় ৷

প্রভাসের ছবি নিয়ে খারাপ মতামত দেওয়ায় মারধর হল এক ব্যক্তিকে

এরপর প্রভাসের পারফরম্যান্সের কথা জিজ্ঞাসা করা তিনি বলেন, "এই গেটআপে ওঁকে একেবারেই মানায়নি ৷ বাহুবলীতে রাজা হিসাবে তাঁর একটা আভিজাত্য ছিল ৷ সেখানে তাঁর আভিজাত্য দেখেই এই চরিত্রে তাঁকে হয়তো বেছেছিলেন ৷ তবে ওম রাউত ওঁকে একেবারেই ঠিক করে দেখাতে পারেননি ৷"

আরও পড়ুন:ফাটল আতশবাজি, রাত দু'টো থেকে লাইন...'আদিপুরুষ' মুক্তির দিনে প্রভাস প্রেমে মাতোয়ারা ভক্তরা

ছবি নিয়ে তাঁর এই মতামতই কাল হল ওই ব্যক্তির জন্য ৷ দেখা যায়, বেশকিছু মানুষ তাঁকে ঘিরে জড়ো হয় এবং মারধর করতে শুরু করে ৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই অবশ্য় তাঁকে উদ্ধার করা হয় ৷ তবে বলাই বাহুল্য এই ধরণের ঘটনা মোটেই শোভনীয় নয় ৷ 'আদিপুরুষ' ছবির টিজার মুক্তির পর থেকেই বিতর্ক চলে আসছে ৷ অনেকেই ছবিতে চরিত্রের লুক নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবারও তার ব্যতিক্রম হল না ৷ রাম, সীতা, হনুমান এবং রাবনের এই কর্মকাণ্ড দেখার অনেকে তো এও প্রশ্ন তুলেছেন, "আদতে কোন রামায়ণ থেকে এই কাহিনির অনুপ্রেরণা নিয়েছেন তা কি জানাবেন ওম রাউত ৷"

Last Updated : Jun 17, 2023, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details