পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ভালোবাসা সুন্দরী', বিয়ের দ্বিতীয় জন্মদিনে স্ত্রী ক্যাটরিনাকে প্রেমমাখা শুভেচ্ছা ভিকির - স্ত্রী ক্যাটরিনাকে প্রেমমাখা শুভেচ্ছা ভিকির

Vicky Kaushal shares goofy video of Katrina Kaif: বিয়ের দ্বিতীয় জন্মদিনে স্ত্রী ক্যাটরিনা কাইফকে আদুরে শুভেচ্ছা জানালেন ভিকি কৌশল ৷ ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Vicky Kaushal shares goofy video of Katrina Kaif on second wedding anniversary
আদুরে শুভেচ্ছা জানালেন ভিকি কৌশল

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 9:13 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর:বিয়ের দ্বিতীয় জন্মদিনে স্ত্রী ক্যাটরিনা কাইফকে অন্যরকমভাবে শুভেচ্ছা জানালেন অভিনেতা ভিকি কৌশল ৷ ভিকি শেয়ার করেছেন একটি দারুণ মজার ভিডিয়ো ৷ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশলও ৷ 2021 সালের 9 ডিসেম্বর বিয়ের বাঁধা পড়েন ভি-ক্যাট ৷ দেখতে দেখতে কেটে গেল দু'টি বছর ৷

বিমানযাত্রার মাঝে শনিবার ক্যাটরিনার এই ভিডিয়োটি শেয়ার করেছেন ভিকি ৷ ভিডিয়োতে দেখা যায় ক্যাটরিনা বক্সিং করার ভান করছেন ৷ শূন্যে পরপর বেশকিছু ঘুঁষি ছুঁড়ছেন তিনি ৷ ভিডিয়োর ক্যাপশানে ভিকি লেখেন, "ফ্লাইটে হোক জীবনে বিনোদনে ভরপুর তুমি ৷ ভালোবাসা সুন্দরী ৷ এভাবে থেকো সবসময় ৷"

এদিন সোশাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন সানিও ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে মেহেন্দির একটি ছবি শেয়ার করেছেন তিনি ৷ ভি-ক্যাটের নাচের একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে সানি লিখেছেন, "দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা পাজি(দাদা) এবং পরজাইজি(বৌদি) ৷ একে অপরের সুরে এভাবেই তোমরা নাচে মন ভরিয়ো ৷ ভালোবাসা তোমাদের ৷"

শুভেচ্ছা জানালেন সানি

ভি-ক্যাট বিয়ে সেরেছিলেন রাজস্থানের একটি প্যালেসে ৷ ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য় ঐতিহাসিক শহরকে বেছে নিয়েছিলেন বলিউডের তারকা জুটি ৷ অভিনয়ের কথা বলতে গেলে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে 'টাইগার 3' ছবিটিতে ৷ বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল এই ছবি ৷ সলমান খানের সঙ্গে তাঁর কেমিস্ট্রি রীতিমতো নজর কেড়েছে সকলের ৷ আগামীতে সাইরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা ৷ এই ছবির জন্য় বহুদিন ধরেই অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা ৷

অন্যদিকে 'স্য়াম বাহাদুর' ছবির জন্য় সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসা পেয়েছেন ভিকিও ৷ ছবিতে সানায়া মালহোত্রা এবং ফতিমা শেখা সানার সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি ৷ এরপর তাঁকে দেখা যাবে 'মেরে মেহবুব মেরে সনম' ছবিতে ৷ ভিকির স্যাম বাহাদুর বক্স অফিসে যদিও তেমন সাফল্য পায়নি ৷ আগামী ছবিতে বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারবেন না কি না সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে পড়ল 'সঞ্জু', রণবীরের কেরিয়ারে ইতিহাস গড়ল 'অ্যানিম্যাল'
  2. 'বেশিরভাগ নারীই গীতাঞ্জলি, এই চরিত্র আমার চোখে সুন্দর', বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় কড়া জবাব রশ্মিকার
  3. নেটফ্লিক্স সিইও র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মহেশ বাবুর, কফি আড্ডায় কোন প্রজেক্টে চমক ?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details