পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নতুন বছরের প্রথম দিনে প্রেমে মজলেন ভিক্যাট - Vicky Katrina

Vickat New Year Celebration: বছরের প্রথম দিনটা দারুণভাবে উদযাপন করলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ দু'জনে হাজির জঙ্গল আর মরু প্রান্তরে ৷ যদিও জায়গার নামটি তাঁরা সামনে আনেননি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 5:23 PM IST

মুম্বই, 2 জানুয়ারি:বি টাউনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হিসাবে বরাবরই ওঠে ভিক্যাট-এর নাম ৷ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ সুযোগ পেলেই বেরিয়ে পড়েন প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে আসতে ৷ প্রায় সমস্ত অনুষ্ঠানই তাঁরা খুব সুন্দরভাবে উদযাপন করেন ৷ বছরের প্রথম দিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না ৷ নতুন বছরকে স্বাগত জানাতে দু'জনে হাজির জঙ্গল আর মরু প্রান্তরে ৷

নতুন বছরের প্রথম দিন কীভাবে উদযাপন করলেন তাঁরা তারই কিছু ঝলক ক্যাটরিনা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷ ক্যাটকে এদিন দেখা গেল সুন্দর ফ্লোরাল পোশাকে ৷ আর অন্যদিকে ভিকি সামনে এলেন ক্যাজুয়াল লুকে ৷ একটি ছবিতে স্বামীর কাঁধে মাথা রেখে লেন্সবন্দি হলেন নায়িকা ৷ অপর একটি ছবিতে আবার দেখা গেল রাতের বিশেষ মুহূর্ত ৷ চারদিক সাজানো বনফায়ার দিয়ে ৷ নতুন বছরকে স্বাগত জানাতে আলোয় চারদিক ভরিয়ে দিয়েছিলেন তারকা জুটি ৷

দৃশ্য়গুলি শেয়ার করে ক্যাটরিনা লেখেন,"2024 সালে সকলে ভালোবাসুন, সুখী থাকুন ৷ প্রার্থনা আপনাদের শরীর ও মন সুস্থ থাকুক ৷" অনুরাগীদের একজন কমেন্ট বক্সে লেখেন, "দারুণ জুটি ৷" আরেকজনের মতে, দু'জনের জুটি খুবই "কিউট" ৷

2021 সালে 9 ডিসেম্বর রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন ভিক্যাট ৷ বারওয়াড়ার সিক্স সেন্স ফোর্টে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ বলিউডে তাঁরা কিউট কাপেল হিসাবে পরিচিত হলেও প্রথম দিকে ভিকিকে একেবারেই পছন্দ হয়নি ক্যাটরিনার ৷ 'কফি উইথ করণ'-এর শোয়ে এসে তিনি জানিয়েছিলেন ভিকির সঙ্গ তাঁর প্রথম দেখা হয় জোয়া আখতারের একটি পার্টিতে ৷ প্রথম তাঁর মনে হয়েছিল ভিকি তাঁর জন্য় সেই সঠিক মানুষ নন ৷ কিন্তু পরে যখন তাঁরা কথা বলেন ভিকি তাঁর মন জয় করে নেন ৷

আগামীতে ভিকি অভিনয় করতে চলেছেন তৃপ্তি ডিমরির সঙ্গে ৷ ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ পাশাপাশি বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস' ছবিতে দেখা যাবে ক্য়াটকে ৷

আরও পড়ুন:

  1. ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর
  2. শাকিবের নায়িকার প্রেমে মজেছেন দেব, আসছে ইধিকার 'খাদান'
  3. মেয়ের বিয়ের প্রস্তুতি তুঙ্গে, আলোর মালায় সেজে উঠল আমিরের বাড়ি

ABOUT THE AUTHOR

...view details