হায়দরাবাদ, 6 অক্টোবর: অপেক্ষার অবসান ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এল বিজয় অভিনীত 'লিও' ছবির ট্রেলার ৷ লোকেশ কনাগারাজ পরিচালিত এই ছবি মুক্তি পাবে 19 অক্টোবর ৷ অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, তৃষা ও অর্জুন সারজা ৷ সোশাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা সেভেন স্ক্রিন স্টুডিয়ো 'লিও'-র ট্রেলারটি প্রকাশ্যে আনে ৷ ক্যাপশনে লেখা হয়,"মন থেকে আপনাদের সবার জন্য আমাদের এই বিশেষ উপহার ৷" লিও-র ড্রামা ও সাসপেন্স নিয়ে অনেকদিন থেকেই অনুরাগীরা প্রতীক্ষায় ছিলেন ৷ এমনকী, সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ গত দুদিন ধরে ট্রেন্ডিং করছিল 'লিও ট্রেলার ডে৷'
'লিও'-র শুধুমাত্র তামিল ট্রেলার প্রকাশ্যে আনা হয়েছে ৷ ছবিটি তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষাতেও মুক্তি পাবে ৷ ফলে সিনেমাটিক এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য বাকি ভাষার ট্রেলারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ তবে আপাতত নেট দুনিয়ায় শুরু চলছে লিও-ঝড় ৷ ট্রেলার মুক্তির 14 ঘণ্টার মধ্যে এর ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে 26 মিলিয়নেরও বেশি ৷