পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kiara-Sidharth PDA: কিয়ারার পোস্টে প্রেম নিবেদন সিদ্ধার্থের, উচ্ছ্বসিত অনুরাগীরা - সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী

কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রার সোশ্যাল মিডিয়া পিডিএ দেখে উচ্ছ্বসিত ভক্তরা (Sid Kiara social media PDA)। কিয়ারার পোস্ট করা ছবিতে কী লিখলেন সিদ্ধার্থ ? তা জানতে প্রতিবেদনটি পড়ুন ।

Kiara Advani and Sidharth Malhotra ETV Bharat
সিদ্ধার্থ-কিয়ারা

By

Published : Mar 5, 2023, 12:34 PM IST

Updated : Mar 5, 2023, 1:20 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ: ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধার আগে খুব কমই পিডিএ মোমেন্টে ধরা দিয়েছেন বলিউডের নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid Kiara social media PDA)৷ তবে বিয়ের পর আর কোনও বাধা নেই ৷ সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরাচ্ছেন তাঁরা ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে কিয়ারার একটি পোস্টে খোলাখুলি তাঁর প্রতি ভালোবাসা নিবেদন করেছেন সিদ্ধার্থ (Kiara-Sidharth PDA)৷ যা মুগ্ধ করেছে তাঁদের অনুরাগীদের ৷

ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট কিয়ারার: শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এমনই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কিয়ারা আডবাণী (Kiara-Sidharth PDA)৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে গোলাপী জাম্পস্যুটে ৷ উইমেন'স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে কিয়ারার যে লুক হতে চলেছে এ গুলি সেই ছবি । মঞ্চে আগুন ঝড়ানোর আগে, কিয়ারা তাঁর মোহময়ী ছবি উপহার দিয়েছেন নেটনাগরিকদের ৷

কিয়ারার পোস্টে সিদ্ধার্থের প্রেম নিবেদন: ছবিগুলি শেয়ার করে কিয়ারা (Kiara Advani and Sidharth Malhotra) লিখেছেন, "আজ রাতে আমি গোলাপী অনুভব করছি ।" তিনি ছবিগুলি শেয়ার করার পরপরই তাঁর মন্তব্য বিভাগটি আগুন এবং লাল হৃদয়ের ইমোজিতে প্লাবিত হয়েছে । কিয়ারার এই লুক দেখে যখন তাঁর অনুরাগীরা আপ্লুত, তখনই খোলাখুলি স্ত্রীর প্রতি প্রেম নিবেদন করলেন তাঁর হাবি সিদ্ধার্থও ৷ সিড কিয়ারার মন্তব্য বিভাগে গিয়ে লিখেছেন "কালার মি পিঙ্ক" ৷ যাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমাকেও গোলাপীতে রাঙিয়ে দাও ৷ সেখানে আগুন ও হৃদয়-চোখের ইমোজিও দেন তিনি ৷

আরও পড়ুন:ক্লিন শেভে ছোট্ট রাহা তাঁকে চিনতে না-পারলে হৃদয় ভাঙবে রণবীরের

সিড-কিয়ারার পিডিএ-তে আপ্লুত অনুরাগীরা: সিড এবং কিয়ারার এই সোশ্যাল মিডিয়া পিডিএ-দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা । সিড-কিয়ারার এই খুনসুটির প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, "শেরশাহ দম্পতির লক্ষ্য"৷ অন্য একজন ভক্ত সিদ্ধার্থকে ভিকি কৌশলের সঙ্গে তুলনা করেন তাঁকে আদর্শ হাসব্যান্ড মেটিরিয়াল বলে বর্ণনা করেছেন ৷ একজন ভক্ত আবার বলেছেন, "কিসি কি নজর না লাগে ডিম্পল অর হামারে শেরশাহ কো ।"

কর্মক্ষেত্রে সিদ্ধার্থ-কিয়ারা: কর্মক্ষেত্রে সিদ্ধার্থকে রোহিত শেঠির ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের নেতৃত্বে দেখা যাবে । এছাড়াও পুষ্কর ওঝা এবং সাগর আম্বরে পরিচালিত তাঁর ছবি যোধা মুক্তির জন্য প্রস্তুত । এতে সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে রাশি খান্না এবং দিশা পাটানিকে ৷ ছবিটি চলতি বছরের 7 জুলাই মুক্তি পাবে ৷ আর কিয়ারার পরবর্তী ছবি রোমান্টিক কমেডি সত্যপ্রেম কি কথা ৷ এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে ৷

Last Updated : Mar 5, 2023, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details