মুম্বই, 14 এপ্রিল: বলিউডে আজ ডি-ডে ৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অন্যতম চর্চিত যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ মঙ্গলবারই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহের আচার অনুষ্ঠান (Alia-Ranbir's mehendi)৷ গণেশ পুজোর পর বসে মেহেন্দির আসর ৷ চাঁদের হাট আরকে হাউসে ৷
রণবীর ও আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার দিকে নজর রাখা যাক...
আলিয়ার হাতে মেহেন্দি দিয়ে লেখা হল 8
8 রণবীর কাপুরের লাকি সংখ্যা ৷ তাই তাঁর ভাগ্যদেবতাকে প্রসন্ন করতে প্রিয়তমাও এই বিশেষ দিনে হাতে খোদাই করলেন 8 সংখ্যাটি ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, মেহেন্দি ডিজাইনারদের আলিয়াকে বলতে শোনা যায় যে, তাঁর হাতে যেন 8-এর উপর ভিত্তি করে কোনও ডিজাইন করা হয় ৷
ছেলের মেহেন্দিতে আবেগী নীতু
ছেলের মেহেন্দি অনুষ্ঠানে আবেগে ভাসলেন মা নীতু কাপুর ৷ আনন্দের এই মুহূর্তে চোখের জল বাঁধ মানেনি ৷ এই বিশেষ দিনে নিজের বাগদানের স্মৃতি ভাগ করে নিয়েছেন রণবীরের মা ৷ তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন ঋষি কাপুর ৷ নীতু জানান, ছবিটি 43 বছর আগের ৷ 1979 সালের 13 এপ্রিলের ৷
আলিয়ার হাতে প্রথম মেহেন্দি ছোঁয়ালেন করণ জোহর
বলিউডে আলিয়া ভাটের ডেবিউ হয়েছিল চিত্রনির্মাতা করণ জোহরের হাত ধরে ৷ স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছিল আলিয়ার প্রথম ছবি ৷ বরাবরই করণ ও আলিয়ার মধ্যে একটা আলাদা ঘনিষ্ঠতা লক্ষ্য করা গিয়েছে ৷ বিয়ের দিনেও তা চোখে পড়ল ৷ আলিয়ার হাতে প্রথম মেহেন্দি ছোঁয়ালেন করণ জোহর (Karan Johar applies 1st henna)৷
আরও পড়ুন:Ranbir-Alia Wedding : বুধবারই চার হাত এক হচ্ছে রণবীর-আলিয়ার, নিশ্চিত করলেন নীতু কাপুর
আলিয়ার পাশেই ছিলেন করিনা-করিশ্মা
মেহেন্দি অনুষ্ঠানে সবসময় আলিয়ার (Ranbir Kapoor Alia Bhatt Wedding latest news) পাশে পাশেই দেখা গিয়েছে রণবীর কাপুরের তুতো বোন করিনা কাপুর ও করিশ্মা কাপুরকে ৷ আইভরি ও মাস্টার্ড কালারের পোশাকে তাঁদের দেখাচ্ছিল মোহময়ী ৷ মেহেন্দি অনুষ্ঠানে আলিয়ার পাশে বসেই মেহেন্দি পরলেন তাঁরা ৷