পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia-Ranbir's mehendi: প্রথম হেনা ছোঁয়ালেন করণ, আলিয়া-রণবীরের মেহেন্দিতে আর কী কী হল ? - রণালিয়ার বিয়ে

আজই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt Wedding)৷ শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান ৷ আলিয়াকে (Karan Johar applies 1st henna) প্রথম হেনা পরালেন করণ জোহর (Alia Ranbir's mehendi)৷

Karan Johar applies 1st henna, things to know about Alia-Ranbir's mehendi
প্রথম হেনা পরালেন করণ, আলিয়া-রণবীরের মেহেন্দিতে আর কী কী হল ?

By

Published : Apr 14, 2022, 9:51 AM IST

মুম্বই, 14 এপ্রিল: বলিউডে আজ ডি-ডে ৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অন্যতম চর্চিত যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ মঙ্গলবারই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহের আচার অনুষ্ঠান (Alia-Ranbir's mehendi)৷ গণেশ পুজোর পর বসে মেহেন্দির আসর ৷ চাঁদের হাট আরকে হাউসে ৷

রণবীর ও আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার দিকে নজর রাখা যাক...

আলিয়ার হাতে মেহেন্দি দিয়ে লেখা হল 8

8 রণবীর কাপুরের লাকি সংখ্যা ৷ তাই তাঁর ভাগ্যদেবতাকে প্রসন্ন করতে প্রিয়তমাও এই বিশেষ দিনে হাতে খোদাই করলেন 8 সংখ্যাটি ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, মেহেন্দি ডিজাইনারদের আলিয়াকে বলতে শোনা যায় যে, তাঁর হাতে যেন 8-এর উপর ভিত্তি করে কোনও ডিজাইন করা হয় ৷

ছেলের মেহেন্দিতে আবেগী নীতু

ছেলের মেহেন্দি অনুষ্ঠানে আবেগে ভাসলেন মা নীতু কাপুর ৷ আনন্দের এই মুহূর্তে চোখের জল বাঁধ মানেনি ৷ এই বিশেষ দিনে নিজের বাগদানের স্মৃতি ভাগ করে নিয়েছেন রণবীরের মা ৷ তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন ঋষি কাপুর ৷ নীতু জানান, ছবিটি 43 বছর আগের ৷ 1979 সালের 13 এপ্রিলের ৷

আলিয়ার হাতে প্রথম মেহেন্দি ছোঁয়ালেন করণ জোহর

বলিউডে আলিয়া ভাটের ডেবিউ হয়েছিল চিত্রনির্মাতা করণ জোহরের হাত ধরে ৷ স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছিল আলিয়ার প্রথম ছবি ৷ বরাবরই করণ ও আলিয়ার মধ্যে একটা আলাদা ঘনিষ্ঠতা লক্ষ্য করা গিয়েছে ৷ বিয়ের দিনেও তা চোখে পড়ল ৷ আলিয়ার হাতে প্রথম মেহেন্দি ছোঁয়ালেন করণ জোহর (Karan Johar applies 1st henna)৷

আরও পড়ুন:Ranbir-Alia Wedding : বুধবারই চার হাত এক হচ্ছে রণবীর-আলিয়ার, নিশ্চিত করলেন নীতু কাপুর

আলিয়ার পাশেই ছিলেন করিনা-করিশ্মা

মেহেন্দি অনুষ্ঠানে সবসময় আলিয়ার (Ranbir Kapoor Alia Bhatt Wedding latest news) পাশে পাশেই দেখা গিয়েছে রণবীর কাপুরের তুতো বোন করিনা কাপুর ও করিশ্মা কাপুরকে ৷ আইভরি ও মাস্টার্ড কালারের পোশাকে তাঁদের দেখাচ্ছিল মোহময়ী ৷ মেহেন্দি অনুষ্ঠানে আলিয়ার পাশে বসেই মেহেন্দি পরলেন তাঁরা ৷

মেহেন্দির প্রথম ছবি প্রকাশ করিশ্মার

ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের প্রথম ছবি পোস্ট করলেন করিশ্মা কাপুর ৷ নিজের পায়ে মেহেন্দি পরার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "I love mehendi"৷

করিশ্মার পোস্ট

মেহেন্দির প্লেলিস্ট

মেহেন্দির অনুষ্ঠানের প্লেলিস্টে ছিল বলিউডের সুরের মিশেলে ঐতিহ্যবাহী পঞ্জাবি নাচ ৷ রণবীর কাপুরের ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির কবিরাও বেজেছে ব্যাকগ্রাউন্ডে ৷ এ ছাড়াও ছিল আলিয়ার রাজি ফিল্মের দিলবারো, মেরা লং গাভাচা, আপনা বনা লে মেরি জান-সহ আরও অনেক গান ৷

ঢোলক নিয়ে হাজির লোকসঙ্গীত শিল্পীরাও

মেহেন্দিতে ঢোলক থাকবে না, বলিউডের বিয়েতে এটা ভাবাই যায় না ৷ রণবীর-আলিয়ার মেহেন্দির অনুষ্ঠানও ঢোলক বাজিয়ে ও গেয়ে মাতিয়ে রেখেছিলেন লোকসঙ্গীত শিল্পীরা ৷ শোনা যাচ্ছে, উপস্থিত ছিলেন প্রতীক বব্বরও ৷

আরও পড়ুন :শাশুড়ি হতে চলেছে বান্ধবী, আলিয়ার মা-কে শুভেচ্ছা জানিয়ে বিয়ের জল্পনায় সিলমোহর ইলার

মেহেন্দিতে অতিথিরা

মেহেন্দি অনুষ্ঠানেই চাঁদের হাট বসে আরকে হাউসে ৷ করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, আরতি শেট্টি, অনুষ্কা রঞ্জন ছাড়াও ছিলেন বর ও কনের পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ৷

উপহারে এল সোনায় মোড়া ফুলের তোড়া

বিয়েতে সোনায় মোড়া একটি ফুলের তোড়া উপহার হিসেবে পেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ সুরাটের এক ব্যবসায়ী তাঁদের এই উপহার পাঠিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details