হায়দরাবাদ, 24 জুন: আজ থেকে ঠিক 48 বছর আগে 1975 সালের 25 জুন ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা ৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতের রাজনৈতিক ইতিহাস ৷ এরপরের লোকসভা নির্বাচনেই অবশ্য় জবাব দিয়েছিল দেশের মানুষ ৷ কুর্সি হারাতে হয়েছিল 'দ্য আয়রন লেডিকেও' ৷ স্বাধীন ভারতে প্রথমবার ক্ষমতাচ্যুত হয়েছিল কংগ্রেসকে।
ইন্দিরাকে নিয়ে একসময় কংগ্রেসি সতীর্থরা স্লোগান তুলেছিলেন 'ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা' ৷ কিন্তু দীনকরের সেই অমোঘ কবিতার লাইন 'সিংহাসন খালি করো, কে জনতা আতি হ্যায়' সত্যি হয়েছিল ইন্দিরার ক্ষেত্রেও ৷ সেই ঘটনাকই রূপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন কঙ্গনা রানওয়াত ৷ এবার সামনে এল 'ইমার্জেন্সি' ছবির টিজার। জানা গেল মুক্তির তারিখও ৷
কঙ্গনার এই ছবির টিজার শুরুই হয়েছে সেই অতীতের কালো দিনের ভয়ংকর ছবি দিয়ে ৷ সাধারণ মানুষের উপর পুলিশি অত্য়াচার, জয়প্রকাশ নারায়নের মতো অসংখ্য় নেতাকে কারাগারে বন্দি করা, রক্তপাত, খুন সমস্তটাই উঠে এসেছে এই ছবির প্রথম ঝলকে ৷ উঠে এসেছে ইন্দিরার সংলাপও ৷ যেখানে তিনি বলেন, "এই দেশ আমি বাঁচাবোই ৷ আমাকে কেউ রুখতে পারবে না ৷ কারণ ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা ৷"