পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kangana Ranaut: 'হ্যাক' কঙ্গনার অ্যাকাউন্ট, নাম না করে ফের করণ জোহরকে তোপ বলি 'কুইনে'র - হ্যাক কঙ্গনার অ্যাকাউন্ট

ফের বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত । রবিবার ইন্সটা স্টোরিতে নাম না করে করণ জোহর, হৃত্বিক রোশনকে একহাত নিয়েছিলেন বলিউড কুইন । একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত চাঙ্গু মাঙ্গু গ্যাং নিয়েও অভিযোগ তোলেন ।

Kangana Ranaut
ফের বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত

By

Published : Jul 30, 2023, 9:45 PM IST

হায়দরাবাদ, 30 জুলাই: করণ জোহর ও তাঁর 'চাঙ্গু মাঙ্গু গ্যাং'য়ের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য 'পাঙ্গা -কুইন' কঙ্গনা রানাওয়াত ৷ করনের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় হ্যাক, বক্সঅফিস কালেকশনে কারচুপি-সহ একাধিক অভিযোগ করেন কঙ্গনা রানাওয়াত ৷ নাম না করে এর পিছনে করণ জোহরের হাত রয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর ৷

রবিবার সকালে কঙ্গনা বেশ কয়কেটি লম্বা পোস্ট দিয়েছেন নিজের ইনস্টা স্টোরিতে ৷ যেখানে তিনি জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ৷ সেই স্ক্যামের স্ক্রিশটও তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সেই ছবিতে দেখা গিয়েছে, অ্যাকাউন্ট হোল্টার নিজেকে কঙ্গনা রানাওয়াতের ম্যানেজার বলে দাবি করেছেন ৷ শনিবারই কঙ্গনার 'রকি অউর রানি কী প্রেম কাহানি' নিয়ে সমালোচনা সামনে আসে ৷ কঙ্গনা বলেন, "আমার নাম করে যিনি অ্যাকাউন্ট চালাচ্ছেন, তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই । এই ধরণের ঘটনায় জড়িত চাঙ্গু মাঙ্গু গ্যাং । যাঁর ছবি ছুটির দিনেও বলা ভালো ব্যবসা করতে পারেনি । যেখানে মণিকর্ণিকা একদিনে 18 কোটি টাকা ব্যবসা করেছিল । তাও সেই ছবিকে ফ্লপের তকমা দেওয়া হয়েছিল"

এরপরেই তিনি গুরুতর অভিযোগ সামনে আনেন । তিনি বলেন, "ফিল্ম মাফিয়া নানারকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ।" নাম না করে তিনি বলেন, "একজন সেলিব্রেটি অভিনেতার সঙ্গে আমার সম্পর্ক ছিল । তিনি আমার সঙ্গে প্রতারণা করেন । তারপর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসলে তিনিও আমার অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন । আমার সঙ্গে নানা অ্যাকাউন্ট থেকে যোগাযোগের চেষ্টা করতেন । নানা রকমের নম্বর থেকে ফোন করতেন । আমি ভুল ভেবেছিলাম যে, তিনি সত্যিই বিবাহ বিচ্ছেদের মতো একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন । আমি পরে জেনেছি, তাঁর এই ধরণের ব্যবহার, বিচ্ছেদের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল না ।" বলা বাহুল্য, তিনি আক্রমণ করেছেন হৃত্বিক রোশনকেই ।

এরপর তিনি অভিযোগ করে বলেন, "তাঁরা ফোনে একাধিক টিকিট বুক করে আর্টিফিসিয়ালি কালেকশন বাড়িয়ে দেখান । তাঁরা হোয়াটসঅ্যাপেও একাধিক কারচুপি করে থাকেন । আমি নিজে এমন ঘটনার সাক্ষী ছিলাম । তাঁদের অপরাধ মানসিকতা রয়েছে ।" এরপর তিনি মুম্বই সাইবার ক্রাইমকে ট্যাগ করে তদন্তের অনুরোধ জানান ।

আরও পড়ুন: কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

এরপর তিনি আরও একটি ইনস্টা স্টোরিতে রণবীর কাপুরকে উদ্দেশ্য করে অভিযোগ করেন । তিনি বলেন, " আরও একজন সুপারস্টার যিনি ওম্যানাইজার হিসাবে পরিচিত, আমার বাড়িতে এসেছিল । আমাকে আকুতি করে বলেন তাঁর সঙ্গে ডেট করার জন্য । কিন্তু সেটা তিনি করতে চান গোপনে । আর বিয়ে এবং সন্তান নেওয়া ছিল, ছবি চালানোর একটা উপায় । যা শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম ।" তিনি আরও জানান, এরা কেউ মানুষ নয়, এক একজন শয়তান । এদের সকলের মুখোশ খুলে দেওয়া হবে । গীতায় যেমন বলা হয়েছে অর্ধমের বিরুদ্ধে ধর্মের লড়াই। এটাও ঠিক তাই।

ABOUT THE AUTHOR

...view details