মুম্বই, 7 এপ্রিল : 'বাহুবলী'-র মতই দেশ জুড়ে ব্যবসায়িক ক্ষেত্রে মারত্মক সফল পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি 'আরআরআর' ৷ এই ছবির হাজার কোটির ক্লাবে ঢোকা শুধু সময়ের অপেক্ষা ৷ ছবির এই বিশাল সাফল্য যে ধুমধাম করে উদযাপিত হবে এতে আর আশ্চর্য কী ! সেই কারণেই নির্মাতা বুধবার মুম্বইতে আয়োজন করলেন একটি গ্র্যান্ড সাকসেস পার্টির ৷ যেখানে উপস্থিত ছিলেন বলিউডের হুজ হু-রা ৷
ছবির সঙ্গে জড়িত কলাকুশলীরা ছাড়াও বি টাউন সেলিব্রেটিদের রীতিমত মেলা বসেছিল এই পার্টিতে ৷ একদিকে যেমন ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ তেমনই পার্টিতে সকলের নজর কাড়লেন কৌতুক অভিনেতা জনি লিভারও ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভইয়ানি-র শেয়ার করা ভিডিয়োর মাধ্যমে সামনে এসেছে পার্টির বেশ কিছু ঝলক ৷ এদিন নীল ব্লেজারে ফ্যানেদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন জুনিয়র এনটিআর ৷ আর অন্যদিকে কালো কুর্তা পরিহিত রাম চরণে সাকসেস পার্টিতে এসেছিলেন একদম খালি পায়ে ৷ যা রীতিমত নজর টেনেছে সকলের ৷