কলকাতা, 29 সেপ্টম্বর:'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে প্রতি পর্বেই থাকছে চমক (Dance Dance Junior)। গত সপ্তাহেই ছোটদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কথাকলির সঙ্গে 'চিরদিনই তুমি যে আমার' গানে তিনি নাচেও মেতে ওঠেন । বিভিন্ন সময়ে এই মঞ্চে এসেছেন মৌনি রায় থেকে শুরুূ করে আরও অনেক তারকা । আর এবার এই মঞ্চে হাজির হবেন যিশু সেনগুপ্ত এবং কোয়েল মল্লিক (Jisshu and Koel in dance dance junior )।
পুজোর আনন্দ ছোটদের সঙ্গে ভাগ করে নিতেই নাচের মঞ্চে হাজির হবেন তাঁরা (Jisshu Sengupta and Koel Mallick)। থাকবে মজার খুনসুটি আর তার সঙ্গে চলবে নাচও । এই চ্যানেলের গানের রিয়ালিটি শো 'সুপার সিঙ্গার'-এর সঞ্চালক ছিলেন যিশু । এই স্লটেই এখন নাচের শো দেখছে দর্শক । ডান্স ডান্স জুনিয়রের সিজন থ্রি শেষ হলেই সম্ভবত আবার 'সুপার সিঙ্গার' দেখবে দর্শক । এভাবেই এগিয়ে চলেছে এই চ্যানেলের দর্শক মনোরঞ্জনের পালা ।