কলকাতা, 27 সেপ্টেম্বর:ফের বাবা হতে চলেছেন জিৎ ৷ বুধবার তেমনটাই ঘোষণা করলেন টলিউডের সুপারস্টার ৷ সোশাল মিডিয়ায় এদিন পরিবারের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা ৷ কয়েকদিন আগেই জিৎ সামনে এনেছিলেন তাঁর নতুন ছবি 'মানুষ'-এর পোস্টার ৷ সেই সুখবরের রেশ কাটতে না-কাটতেই অনুরাগীদের জন্য় আরও একটি সুখবর নিয়ে হাজির হলেন এই টলিউড স্টার ৷
এদিন যে ছবিগুলি ইনস্টায় পোস্ট করলেন জিৎ তাতে দেখা মিলল পুরো পরিবারের ৷ 11 বছর আগে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন জিৎ ৷ এদিন স্ত্রীর সঙ্গে মেয়েকেও সঙ্গে নিলেন অভিনেতা ৷ স্ত্রী মোহনা মদনানিকে এদিন দেখা গেল স্বপ্নিল লুকে ৷ বেবি বাম্পের আভাসও বেশ স্পষ্ট ৷ ছবিগুলি পোস্ট করে অভিনেতা লেখেন, "এই খবরটা শেয়ার করতে আমরা ভীষণ খুশি ৷ আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে ৷ আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য ৷"
2011 সালের 24 জানুয়ারি স্কুল শিক্ষিকা মোহনা রত্নলানির সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন জিৎ ৷ 2012 সালে প্রথমবার মা হয়েছিলেন মোহনা ৷ তারপর থেকে হাসিখুশি এই পরিবারকে প্রায়শই দেখা যায় ক্যামেরাবন্দি হতে ৷ অভিনয়ের পাশাপাশি ফ্যামিলি ম্যান হিসেবেই পরিচিত টলিউডের এই সুপারস্টার ৷ তিনি আবার বাবা হতে চলেছেন এই খবর সামনে আসার পর থেকেই বইছে শুভেচ্ছা বার্তার বন্যা ৷ অনুরাগীরা তো বটেই, জিতের এই ঘোষণায় খুশি টলিউডও ৷ অঙ্কুশ হাজরা লেখেন, "অভিনন্দন জিৎ দা ৷" আবার নুসরত জাহান বলেন, "পুরো পরিবারকে জানাই অভিনন্দন ৷"
আরও পড়ুন:পর পর ব্যর্থতা! চমক দিতে নতুন ছবিতে আনন্দের ভরসা নবাগতর
ওম সাহানি-সহ আরও অনেকেই জিতকে এদিন অভিনন্দন জানিয়েছেন ৷ অভিনয়ের কথা বলতে গেলে আগামীতে জিতকে দেখা যাবে 'মানুষ' ছবিতে ৷ এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 24 নভেম্বর ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়ছেন সঞ্জয় সমাদ্দার ৷