পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jayati Chakraborty: 'না জানিয়েই' বাদ জয়তীর গান, 'ইন্দুবালা ভাতের হোটেল' নির্মাতাদের উপর ক্ষুব্ধ গায়িকা; পাশে লোপামুদ্রা - না বলে বাদ দেওয়া হল তাঁর গান ক্ষুব্ধ জয়তী

'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজ থেকে তাঁকে না বলেই বাদ দিয়ে দেওয়া হলো তাঁর গান ৷ আর এতেই ক্ষুব্ধ সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী (Jayati on Indubala Bhaater Hotel Makers )৷ শিল্পীর পাশে এসে দাঁড়ালেন লোপামুদ্রা মিত্র ।

Jayati Chakraborty
না বলে বাদ দেওয়া হল তাঁর গান ক্ষুব্ধ জয়তী

By

Published : Mar 22, 2023, 11:12 AM IST

কলকাতা, 22 মার্চ:'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের জন্য এখন রীতিমতো চর্চায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় ৷ কল্লোল লাহিড়ির বিখ্যাত উপন্য়াসকে পর্দায় ফুটিয়ে তুলেছেন দেবালয় ভট্টাচার্য। ইন্দুবালার চরিত্রে শুভশ্রী অভিনয় নিয়ে যখন প্রশংসায় পঞ্চমুখ সমালোচকেরা তখনই সামনে এল একটি বিতর্ক ৷ বিতর্কের কেন্দ্রে গায়িকা জয়তী চক্রবর্তী ৷ জয়তীর দাবি তাঁকে না-জানিয়ে নির্মাতারা তাঁর গাওয়া গান সিরিজ থেকে বাদ দিয়ে দিয়েছেন ৷ তাঁর আরও দাবি, গান পছন্দ নাই হতে পারে। কিন্তু বাদ দেওয়ার আগে তাঁকে নির্মাতারা একবারও জানালেন না কেন (Jayati on Indubala Bhaater Hotel Makers )৷

জয়তী ফেসবুকে এই ঘটনার উল্লেখ করে একটি দীর্ঘ পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, "ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম । অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম, গানটি আমার কণ্ঠে নেই । আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে । বিষয়টি অবগত হওয়ার পর আঘাত পেয়েছি ।"

তিনি আরও লেখেন, "কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে যেটা তা হলো, আমাকে জানিয়ে দিলেই আমি অনেক মানুষকে বলে বেড়াতাম না গানটি শোনার জন্য । আমার কতটা আশাভঙ্গ হলো সেই বিষয়টার বিচার না হয় পরে করা যাবে কিন্তু যাঁর কণ্ঠে এই গানটি সিরিজে রয়েছে সেই গুণী শিল্পীরও অপমান ! কারণ নাম দেখানো হয়েছে আমার অথচ আমার কোনও গান রাখাই হয়নি ৷"

তাঁর এই বক্তব্য় ফেসবুকে ছড়িয়ে পড়েছে রীতিমতো ৷ অনেকেই শিল্পীর পাশে দাঁড়াচ্ছেন ৷ এমনকী শিল্পী লোপামুদ্রা মিত্রও তাঁর পাশে দাঁড়িয়ে লিখেছেন, "মন খারাপ করিস না। এমন আরও অনেক কিছু ঘটবে । এই জগৎ আর আমাদের নেই । নিজের আনন্দে গেয়ে যা।" কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে শুভশ্রীর এই নতুন সিরিজ ৷ গল্পের পরবর্তী পর্বও খুব তাড়াতাড়ি আসতে চলেছে বলেই জানিয়েছেন নির্মাতারা ৷ কিন্তু তারই মাঝে জয়তী যে কিছুটা মন খারাপ করে দিলেন অনুরাগীদের তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:বিনোদিনীর কথা বলতে গিয়ে চোখে জল রুক্মিণীর, প্রশংসায় ভরালেন পরিচালক

ABOUT THE AUTHOR

...view details