হায়দরাবাদ, 29 অগস্ট:দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এখন প্রশংসা কুড়োচ্ছেন তাঁর সাম্প্রতিক ছবি 'জেলার'-এর জন্য ৷ তিন সপ্তাহ কাটতে না কাটতেই বিশ্বব্যাপী বক্স অফিসে 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷ কিন্তু এবার 'জেলার' ছবিকে পড়তে হল বিতর্কের মুখে ৷ ছবিতে আইপিএল-এর অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর জার্সি পড়া এক ব্যক্তিকে দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে দিল্লি হাইকোর্টের তরফে এ দৃশ্যটি সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷
কী ছিল পুরো বিষয়টি?
আরসিবি’র জার্সি ছবিতে দেখানো নিয়ে হঠাৎ কেন আপত্তি ? জানা গিয়েছে এই জার্সি যার গায়ে ছিল ছবিতে তিনি একজন হত্যাকারী ৷ আর তার জেরেই বেজায় ক্ষুব্ধ টিমের কর্তারা ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতেই মামলাটি আদালত পর্যন্ত গড়ায় ৷ তাঁদের দাবি, একজন খলনায়ক তাঁদের জার্সি পরে পোশাকটির মর্যাদা হনন করছেন ৷ শুধু তাই নয়, নির্মাতারা এর আগে জার্সি ব্যবহার নিয়ে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এই দৃশ্যটি ছবি থেকে সরিয়ে ফেলতে হবে নির্মাতাদের ৷ তার জন্য় তাঁদের 28 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত ৷