হায়দরাবাদ, 30 জুলাই: 31 জুলাই জন্মদিন 'সত্যপ্রেম কী কথা' অভিনেত্রী কিয়ারা আদবানির । জন্মদিন মানেই স্পেশাল কিছু হতে পারে বলে আগে থেকেই অনুমান শুরু করে দিয়েছেন অনুরাগীরা । শোনা যাচ্ছে, কিয়ারর জন্মদিনে উপহার হিসাবে সামনে আসতে পারে 'গেম চ্য়াঞ্জার' ছবি-তে তাঁর প্রথম ঝলক । তবে এখনও পর্যন্ত বিষয়টি অফিসিয়ালি জানানো হয়নি । তবে অনুরাগীরা এখন থেকেই উচ্ছসিত । অপেক্ষায় রয়েছেন দক্ষিণী ছবিতে রাম চরণের বিপরীতে কিয়ারার লুক কেমন হবে ।
'গেম চ্যাঞ্জার' ছবির পরিচালক শঙ্কর । সম্প্রতি এই ছবি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে । ফলে যদি আগামীকাল অর্থাৎ 31 জুলাই কিয়ারা আদবানির প্রথম ঝলক প্রকাশিত হয়, তাহলে তা কিয়ারা অনুরাগীদের কাছে দারুণ খবর হতে চলেছে । 2019 সালে ভিনয়া বিদ্যা রামা-তে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে অভিনয় করেছিলেন কিয়ারা আদবানি । গেমচ্যাঞ্জার অভিনেতার সঙ্গে দ্বিতীয় ছবি । সেই ছবির শুটিংয়ের জন্য নিজামের শহর হায়দরাবাদেও উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী । কিয়ারা, রামচরণের সহ-অভিনেত্রীর পাশাপাশি তাঁদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্কও রয়েছে ।