পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vicky Katrina Jets off to Maldives: ক্যাটের জন্মদিনে মলদ্বীপ ভ্যাকেশন ভিকি'র - Vicky Katrina Jets off to Maldives

ক্যাটের 39তম জন্মদিনে উপলক্ষেও মলদ্বীপে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিলেন ভিকি ৷ শুক্রবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল এই পাওয়ার কাপেলকে (Vicky Kaushal Katrina Kaif Maldives Vacation)৷

Vicky-Katrina Jets Off To Maldives
ক্যাটের জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপ ভ্যাকেশনের আয়োজন ভিকির

By

Published : Jul 15, 2022, 6:35 PM IST

মুম্বই, 15 জুলাই:পাওয়ার কাপেল ভিকি-ক্যাটরিনা তাদের সমস্ত বিশেষ মুহূর্তগুলি একসঙ্গে কাটাতেই ভালবাসে ৷ এবার ক্যাটের 39তম জন্মদিনে উপলক্ষেও স্ত্রী'কে নিয়ে মলদ্বীপে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিলেন ভিকি ৷ মলদ্বীপের সমুদ্র বেলায় এর আগেও ছুটি কাটাতে দেখা গিয়েছে দু'জনকে ৷ শুক্রবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরা বন্দি হলেন এই দুই তারকা ৷ তবে এবারের মলদ্বীপ ভ্যাকেশনে একা যাচ্ছে না ভি-ক্যাট জুটি, তাদের সঙ্গে থাকবেন আরও দুই কপোতকপোতী (Vicky Kaushal Katrina Kaif Maldives Vacation)৷

এদিনও হাতে হাত রেখেই বিমান বন্দরে প্রবেশ করেন পাওয়ার কাপেল ৷ জানা গিয়েছে তাঁদের সঙ্গে এই ভ্যাকেশনে সঙ্গে থাকবেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল এবং তার বান্ধবী শর্বরী ওয়াঘও, তালিকায় আরও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা কবির খান এবং তার স্ত্রী মিনি মাথুর ৷ প্রত্যেকেই জড়ো হবেন ক্যাটরিনা কাইফের 39তম জন্মদিন সেলিব্রেশনের জন্য় ৷

এর আগে মে মাসে ভিকির জন্মদিনে নিউইয়র্কে সময় কাটিয়েছিলেন এই তারকা জুটি ৷ গত বছর 9 ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েন ভিক্যাট ৷ তার পর থেকেই তাঁদের কোনও রোম্যান্টিক মুহূর্তের ঝলক মানেই তা ভাইরাল হবেই সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন:রণদীপ থেকে রোহমান... ললিত জল্পনার মাঝে ফিরে দেখা সুস্মিতার লাভ লাইফের ইতিবৃত্ত

পর্দায় ভিকি আগামীতে জুটি বাঁধবেন ভূমি পেডনেকার এবং কিয়ারা আদবাণীর সঙ্গে ৷ ছবির নাম 'গোবিন্দ নাম মেরা' ৷ অন্যদিকে, একাধিক ছবি রয়েছে ক্যাটের হাতেও ৷ একদিকে যেমন বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস' ছবিতে স্ক্রিনশেয়ার করবেন তিনি তেমনই সলমন খানের 'টাইগার 3' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details