মুম্বই, 15 জুলাই:পাওয়ার কাপেল ভিকি-ক্যাটরিনা তাদের সমস্ত বিশেষ মুহূর্তগুলি একসঙ্গে কাটাতেই ভালবাসে ৷ এবার ক্যাটের 39তম জন্মদিনে উপলক্ষেও স্ত্রী'কে নিয়ে মলদ্বীপে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিলেন ভিকি ৷ মলদ্বীপের সমুদ্র বেলায় এর আগেও ছুটি কাটাতে দেখা গিয়েছে দু'জনকে ৷ শুক্রবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরা বন্দি হলেন এই দুই তারকা ৷ তবে এবারের মলদ্বীপ ভ্যাকেশনে একা যাচ্ছে না ভি-ক্যাট জুটি, তাদের সঙ্গে থাকবেন আরও দুই কপোতকপোতী (Vicky Kaushal Katrina Kaif Maldives Vacation)৷
এদিনও হাতে হাত রেখেই বিমান বন্দরে প্রবেশ করেন পাওয়ার কাপেল ৷ জানা গিয়েছে তাঁদের সঙ্গে এই ভ্যাকেশনে সঙ্গে থাকবেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল এবং তার বান্ধবী শর্বরী ওয়াঘও, তালিকায় আরও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা কবির খান এবং তার স্ত্রী মিনি মাথুর ৷ প্রত্যেকেই জড়ো হবেন ক্যাটরিনা কাইফের 39তম জন্মদিন সেলিব্রেশনের জন্য় ৷