পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan Box Office Collection: চতুর্থ সপ্তাহে বাড়ল শো, দুই নতুন রিলিজেও বক্স অফিসে দাপট অব্যাহত পাঠানের - Pathaan Box Office Collection

চতুর্থ সপ্তাহ চলছে পাঠানের (Pathaan shows increased in 4th weekend)৷ চাহিদা বৃদ্ধির কারণে দেশজুড়ে পাঠানের শো বাড়িয়েছে নির্মাতারা (Pathaan Latest News)। শেহজাদা (Pathaan Shehzasa box office) এবং অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়ার মুক্তি সত্ত্বেও পাঠান বক্স অফিসে রাজত্ব চালিয়ে যাচ্ছে (Shah Rukh Khan Latest News)৷

Pathaan Shehzada ETV bharat
পাঠান ও শেহজাদা

By

Published : Feb 19, 2023, 1:29 PM IST

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি: কয়েকদিনের মধ্যেই শাহরুখ খানের (Shah Rukh Khan Latest News) পাঠান মুক্তির এক মাস পূর্ণ হবে (Pathaan shows increased in 4th weekend)। তবে ছবিটি এখনও বক্স অফিসে চালিয়ে ব্যাট করে চলেছে । পাঠান প্রায় চার সপ্তাহ ধরে একক মুক্তির সুবিধা উপভোগ করছিল ৷ এই ছবি মুক্তির আশপাশে বড় কোনও রিলিজ ছিল না ৷ তবে 17 ফেব্রয়ারি কার্তিক আরিয়ানের শেহজাদা এবং হলিউড ফিল্ম অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া মুক্তি পেয়েছে ।

বেড়েছে শো, কমেছে টিকিটের দাম: যদিও নতুন রিলিজ হওয়া এই দুই বিগ বাজেট ছবি আপাতদৃষ্টিতে পাঠানের দৌড় থামাতে পারেনি (Pathaan Shehzasa box office)৷ চতুর্থ সপ্তাহে এসআরকে অভিনীত ছবির শো আরও বাড়িয়েছে নির্মাতারা ৷ কমানো হয়েছে টিকিটের দাম ৷

নতুন রিলিজদের টক্কর পাঠানের: কার্তিক আরিয়ানের শেহজাদা এবং মার্ভেলের অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুমানিয়া পাঠানের কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে মনে করা হয়েছিল ৷ তবে এখনও পর্যন্ত এসআরকে, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের স্পাই থ্রিলারই বেশি আকৃষ্ট করেছে দর্শকদের ৷ টিকিটের দাম কমে যাওয়ায় বক্স অফিসে নতুন রিলিজের সঙ্গে টক্কর দেওয়া সহজ হয়েছে পাঠানের পক্ষে (Pathaan Latest News)৷

আরও পড়ুন:বাহুবলী 2-এর রেকর্ডের খুব কাছে পাঠান, কমছে টিকিটের দাম

ভারত জুড়ে দর্শকদের চাহিদা বৃদ্ধির কারণে সারা দেশে পাঠানের শো বাড়িয়েছে নির্মাতারা । যে দিন শেহজাদা মুক্তি পায়, পাঠানের নির্মাতারা সে দিন থেকেই টিকিটের দাম কমিয়ে দেয় এবং দেশের সব প্রেক্ষাগৃহে এর টিকিটের দাম করা হয় 110 টাকা ৷ বাজার ধরে রাখতে ওয়াইআরএফ শনিবার পাঠানের টিকিটের দাম রাখে 200 টাকা ৷

বাহুবলী 2-এর রেকর্ড ভাঙার পথে পাঠান: পাঠান বাহুবলী 2 (হিন্দি)-এর আজীবন ব্যবসাকে ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে । এখনও পর্যন্ত শাহরুখ খানের এই ছবি বিশ্বব্যাপী 981 কোটি টাকা আয় করেছে ৷ দেশে নেট আয় হয়েছে 508.10 কোটি টাকা । এসআরকে-এর প্রত্যাবর্তনের ফিল্ম এসএস রাজামৌলীর বাহুবলী 2-এর হিন্দি সংস্করণকে হারিয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে । বাহুবলী 2 বর্তমানে 510.99 কোটি টাকার আয়ের রেকর্ড ধরে রেখেছে ।

ABOUT THE AUTHOR

...view details