পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রশ্মিকা মান্দানা'র 'ডিপফেক' কাণ্ডে খোঁজ 4 সন্দেহভাজনের, মূল ষড়যন্ত্রকারীর সন্ধানে দিল্লি পুলিশ

Rashmika Mandanna Deepfake Case: পুষ্পা খ্যাত অভিনেত্রীর রশ্মিকা মান্দানার খোলামেলা পোশাকের একটি ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় আলোচনা। পরে জানা যায়, আসলে ওটি রশ্মিকার ভিডিয়ো নয়, বরং ডিপফেক ভিডিয়ো। একের পর এক এই 'ডিপফেক'-এর শিকার হয়েছেন একাধিক অভিনেত্রী। এবার রশ্মিকা মান্দান্নার 'ডিপফেক' ভিডিয়ো মামলায় চার সন্দেহভাজনের হদিশ পেল দিল্লি পুলিশ ৷

রশ্মিকা মান্দান্না
Rashmika Mandanna Deepfake Case

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 1:18 PM IST

Updated : Dec 20, 2023, 1:36 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর:রশ্মিকার ডিপফেক ভিডিয়ো কাণ্ডে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে। আর আজ, বুধবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর পাওয়া যায়, রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিয়ো মামলায় 4 সন্দেহভাজনের খোঁজ পেয়েছে দিল্লি পুলিশ। তবে এদের কেউ মূল ষড়যন্ত্রী নয় বলেই অনুমান তদন্তকারীদের। আর তাই তার সন্ধানে দিল্লি পুলিশের তদন্ত এখনও জারি রয়েছে ৷

ওই চারজনই ওই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় আপলোড করেছে বলে মনে করা হচ্ছে ৷ তারা ভিডিয়োটি তৈরি করেননি। সেটি কে করেছে সেটাই জানতে চান তদন্তকারীরা। মূল সন্দেহভাজনের খোঁজ এখনও চলছে। উল্লেখ্য, বারবার এই 'ডিপফেক' ভিডিয়োর শিকার হয়েছেন একাধিক ভারতীয় অভিনেত্রী। ভারতে সম্প্রতি উদ্বেগ বাড়িয়েছে 'ডিপফেক' অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ধরনের কারচুপি। এই ডিপফেক কাণ্ডে শিকার হন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তারপরই বলি ডিভা ক্যাটরিনা কাইফ এই ডিপফেকের শিকার হন ৷ সেই তালিকায় রয়েছেন কাজল ও আলিয়া ভাটও ৷

প্রসঙ্গত, পুষ্পার শ্রীবল্লীর ডিপফেক ভিডিয়ো আপলোড করা নিয়ে দিল্লি পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছিল । শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিয়োটির ইউআরএল চেয়ে ফেসবুকের নিয়ামক সংস্থা মেটা-কে চিঠিও দিয়েছিল দিল্লি পুলিশ। রশ্মিকা মান্দানার ভুয়ো ভিডিয়োটি শেয়ার করেছেন এমন ব্যক্তিদের তথ্যও চাওয়া হয়েছিল। এনিয়ে দিল্লির মহিলা কমিশন নোটিশ পাঠানোর পরই এফআইআর করেছিল দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির 465, 469 ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের 66সি ও 66ই ধারায় জারি করা হয় অভিযোগ।

অভিনেত্রীর ওই ডিপফেক ভিডিয়ো নেটদুনিয়ার পাতায় ছড়িয়ে পড়ার পর কড়া আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন তাঁর অনুরাগী থেকে সহকর্মীরাও। সেই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন্যের মতো তারকারা।

আরও পড়ুন:

  1. রশ্মিকার পর ক্যাটরিনা! টাওয়েল ফাইটে অভিনেত্রীর আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল
  2. সেন্সরের কোপে কাটা পড়ল রণবীর-রশ্মিকার অন্তরঙ্গ দৃশ্য, কেন বাদ দেওয়া হল 'অ্যানিম্যাল' থেকে?
  3. ডিপফেকের শিকার এবার আলিয়া, রশ্মিকা-ক্যাটরিনাদের পর নকল ভিডিয়ো ভাইরাল কাপুর-পুত্রবধূর
Last Updated : Dec 20, 2023, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details