মুম্বই, 18 অক্টোবর: 'আরআরআর'-এর (RRR) বিপুল সাফল্যের পর পরিচালক এসএস রাজামৌলী (S S Rajamouli) তাঁর পরবর্তী ফিল্ম তৈরি করতে চলেছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে (Mahesh Babu) নিয়ে ৷ এই ছবিতে দক্ষিণী হিরোর বিপরীতে দেখা যাবে বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)৷
রাজামৌলীর (Deepika-Mahesh in Rajamouli Film) বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদের লেখা ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ৷ আপাতত এক নাম রাখা হয়েছে, 'SSMB29'৷ আগামী বছরের শুরুর দিকে এই অ্যাডভেঞ্চার ড্রামার শুটিং শুরু হবে বলে মনে করা হচ্ছে ৷ মিডিয়া রিপোর্ট বলছে, এই প্রথমবার একই ফ্রেমে ধরা দেবেন মহেশ বাবু ও দীপিকা পাড়ুকোন ৷ বর্তমানে বলিউডের মস্তানি স্টার তাঁর আরও একটি প্যান-ইন্ডিয়া ফিল্ম 'প্রজেক্ট কে' (Project K) নিয়ে ব্যস্ত রয়েছেন ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন প্রভাস, অমিতাভ বচ্চন ও সুনীল শেট্টি ৷