পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Koffee with Karan: রণবীর-দীপিকার বিয়ের ভিডিয়ো দেখে কেঁদে ফেললেন করণ, অনুভব করলেন 'একাকিত্ব' - কফি উইথ করণ

Koffee with Karan season 8: ইতালিতে কাছের বন্ধু ও পরিবারকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ করণের সঙ্গে কফি ডেটে ভালাবাসা ও বিয়ের একাধিক 'সিক্রেট' প্রকাশ্যে আনলেন এই বলি তারকা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 12:22 PM IST

Updated : Oct 26, 2023, 1:46 PM IST

হায়দরাবাদ, 26 অক্টোবর: 'রামলীলা' ছবির সেট থেকেই প্রেমের হাওয়া উড়তে শুরু করেছিল ৷ সেই হাওয়ায় সম্পর্ক পাল তোলে 2015 সালে ৷ যখন রণবীর সিং প্রথমবার দীপিকা পাড়ুকোনকে বিয়ের প্রস্তাব দেন ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে 11টা বছর ৷ আজ বলিউডে অন্যতম জুটি হিসাবে উদাহরণ তৈরি করেছেন দীপিকা-রণবীর ৷ প্রথমচবার কফি উইথ করণ, সিজন এইট-এ এসে নিজেদের সেই গোপন কথা প্রকাশ্যে আনলেন 'রামলীলা' জুটি ৷ দর্শক সাক্ষী থাকল, বিয়ের বিশেষ সেই মুহূর্তেরও ৷ তবে রণবীর-দীপিকার এই প্রেম কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন করণ। নিজের একাকিত্বের কথা ভাগ করে নেন পরিচালক।

সালটা 2013, ব্রেক আপের পর জীবনে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা ৷ অন্যদিকে, পরিচালক সঞ্জয় লীলা বনশালি শুরু করবেন 'রামলীলা' ছবির শুটিং ৷ মুখ্য চরিত্রে রণবীর সিং ও করিনা কাপুর খান ৷ ছবির শুটিং শুরু হওয়ার এক সপ্তাহ আগে সরে যান করিনা ৷ বনশালির অফিসে বসে শুরু হয় পরবর্তী অভিনেত্রীর খোঁজ ৷ ডাক পড়ে দীপিকার ৷ প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেন 'রকি রান্ধাওয়া' ৷

বৃহস্পতিবার কফি উইথ করণ, সিজন 8-এর প্রথম শো টেলিকাস্ট হয়েছে ৷ অতিথি হিসাবে কফি কাউচে উপস্থিত ছিলেন রণবীর-দীপিকা ৷ প্রথমবার এই জুটি একসঙ্গে কোনও টক শোয়ে উপস্থিত হোলেন ৷ ফলে দর্শকরা উদগ্রীব ছিলেন তাঁদের গল্প শোনার জন্য ৷ আর সত্যিই, 'বাজিরাও' ও 'মস্তানি'র প্রেম জীবন ও বিবাহিত জীবন শুনলে রূপকথার গল্পকেও হার মানাবে৷

সাক্ষাৎকারে করণ যখন রণবীরকে প্রশ্ন করেন কীভাবে শুরু হল, তাঁদের জার্নি, অভিনেতা বলেন, "ছবির সেট তৈরি হয়ে গিয়েছিল ৷ সে সময় শুটিং শুরু হওয়ার কথা ৷ কিন্তু সেই সময়ে কোনও একটা কারণে করিনা সরে যান ৷ তখন আমরা খুঁজছি কাকে ওই চরিত্রে নেওয়া যায় ৷ তখন সবে আমি ককটেল ছবিটা দেখেছি ৷ আমি দীপিকার নাম সঞ্জয় স্যারকে বললাম ৷ আমি একদিন সঞ্জয় স্যারের ভারসোভার বাড়িতে বসে রয়েছি ৷ ঠিক সেই সময়ে সাদা চিকনকারী কাজ পরা পোশাকে দরজা ঠেলে ঢোকে দীপিকা ৷ হাওয়ায় চুল উড়ছে ৷ এক অপরূপা সুন্দরী ঘরে প্রবেশ করল ৷ আমি দেখে মুগ্ধ ৷ তারপর সেই শুরু।"

নানা আলোচনার পর দীপিকা ও রণবীরের বিয়ের সেই ভিডিয়ো ক্লিপিংস দেখানো হয় ন্যাশনাল টেলিভিশনে ৷ এক অদ্ভুত মুহূর্ত তৈরি হয় 'কফি উইথ করণ'-এর সেটে ৷ আংটি পরানো থেকে বিয়ের মন্ত্র উচ্চারণ, সাত পাকে ঘোরা, বিয়ের নানা রীতি মেনে চলা, সব কিছু যেন দর্শকদের নিয়ে যাবে অন্য জগতে ৷ বিয়ের মতো পবিত্র ও শুদ্ধ ভাবনা ধরা পড়ে এই জুটির বিয়েতে ৷ তা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন করণ জোহর ৷ অনস্ক্রিন কেঁদেও ফেলেন করণ ৷ নিজের ভাবাবেগ আটকে রাখতে পারেন না ৷ তিনি স্বীকার করে নেন, লাইফে এমন একজন পার্টনার থাকা জরুরি ৷ তাঁদের দেখে তিনি নিজের একাকিত্ব অনুভব করছেন ৷

আরও পড়ুন: বিজয়া দশমীতে নতুন উপহার নিয়ে হাজির টিম 'অ্যানিম্যাল', টাইমস স্কোয়ারে প্রদর্শিত হল ছবির টিজার

Last Updated : Oct 26, 2023, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details