পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dawshom Awbotaar Trailer: পরিচালকের জন্মদিনে বড় সারপ্রাইজ নিয়ে হাজির প্রবীর রায়চৌধুরী! - পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বয়সের অঙ্কে

শনিবার আরও একটা বছর যোগ হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বয়সের অঙ্কে ৷ আর জন্মদিনের সকালেই সামনে এল তাঁর নতুন ছবি 'দশম অবতার'-এর নায়ক প্রবীর রায়চৌধুরীর আরও একটি লুক ৷ জানা গেল ট্রেলার মুক্তির দিনক্ষণও ৷

Dawshom Awbotaar Trailer
সৃজিতের জন্মদিনে বড় সারপ্রাইজ

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 1:14 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর:আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন সৃজিত মুখোপাধ্য়ায় ৷ 'অটোগ্রাফ' ছবির হাত ধরে বড়পর্দায় পথ চলা শুরু করেছিলেন এই পরিচালক ৷ সালটা ছিল 2010 ৷ তারপর প্রায় এক যুগ কেটে গিয়েছে ৷ যাই হোক, শনিবার পরিচালকের জন্মদিনেই এল এক বিরাট সুখবর ৷ অবশ্য খবরটা এসেছিল শুক্রবার রাতেই ৷ তবে আজ 'দশম অবতার' ছবি থেকে তাঁর আরও একটি নতুন লুকের ঝলক শেয়ার করে সেকথা মনে করিয়ে দিলেন ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বাদা ৷

সৃজিতের জন্মদিনের সকালে প্রবীর রায়চৌধুরীর নতুন লুকের আরও একটি ঝলক শেয়ার করলেন অভিনেতা ৷ আর লিখলেন, "প্রস্তুত তো, প্রবীর রায়চৌধুরী আপনাদের জন্য় অপেক্ষা করে রয়েছেন ৷ দশম অবতার ছবির ট্রেলার আসছে আগামিকাল ৷" সৃজিতের এই ছবি নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ কারণ এই ছবির হাত ধরেই তাঁর নতুন কপ ইউনিভার্সের জন্ম দিতে চলেছেন সৃজিত ৷ বাংলায় এর আগে কখনও এমনটা হয়নি ৷

সৃজিতের সবচেয়ে চর্চিত ছবিগুলির অন্যতম হল 'বাইশে শ্রাবন' এবং 'ভিঞ্চিদা' ৷ একটি ছবিতে পুলিশ অফিসার হিসাবে নজর কেড়েছিলেন প্রবীর রায়চৌধুরী আর অন্য়টিতে বিজয় পোদ্দার ৷ এই দুই অফিসারকে নিয়েই এবার তৈরি হতে চলেছে সৃজিতের নতুন পুলিশি দুনিয়া ৷ 'দশম অবতার' ছবির গল্প কেমন তার আভাস অবশ্য় মিলবে রবিবারেই ৷ তবে আপাতত যেটুকু জানা গিয়েছে তাতে ছবিটি হতে চলেছে 'বাইশে শ্রাবন' ছবির প্রিকুয়্যাল ৷ এই ছবির সিক্যুয়াল আগেই সামনে এনেছেন সৃজিত ৷ ছবিটির নাম ছিল 'দ্বিতীয় পুরুষ' ৷

আরও পড়ুন:হৃতিকের বাড়ির গণেশ পুজোয় হাজির সাবা

পরিচালক হিসাবে সৃজিত উপহার দিয়েছেন একাধিক মনে রাখার মতো ছবি ৷ তালিকায় রয়েছে 'হেমলক সোসাইটি', 'উমা', 'জাতিস্মর', 'এক্স=প্রেম', 'চতুষ্কোন' এবং 'শেরদিল'-এর মতো ছবিগুলি ৷ এছাড়া কাকাবাবু সিরিজ এবং ফেলুদা সিরিজের পর এবার তিনি হাত দিয়েছেন ব্যোমকেশেও ৷ তাই বলতেই হয় রহস্য রোমাঞ্চে ভরপুর সিনেমার প্রতি একটা টান রয়েছে এই পরিচালকের ৷ এবার সেই তালিকায় 'দশম অবতার' কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details