হায়দরাবাদ, 21 অগস্ট: ছবির সাফল্যের পাশাপাশি তাঁর 'বাড়ি নিলাম' সংক্রান্ত খবরের জেরেও এখন চর্চায় অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল ৷ রবিবার ব্যাঙ্ক অফ বরোদা-র তরফে জানানো হয়েছিল, সানি দেওলের জুহুর বাংলো নিলামের কথা ৷ এবার সেই নোটিশ সরিয়ে নিল ব্যাঙ্ক ৷ জানা গিয়েছিল, প্রায় 56 কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার নামে ৷ সেই কারণেই আগামী 25 অগস্ট সানির মুম্বইয়ের এই বাংলোটি অনলাইনে নিলাম করানোর সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক ৷
তবে সোমবার সামনে এল নতুন খবর ৷ ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, সমস্য়ার সমাধান এখনও হয়নি ৷ শুধুমাত্র কিছু টেকনিক্যাল কারণে সরিয়ে নেওয়া হয়েছে আগের নোটিশটি ৷ আগেই জানানো হয়েছিল অজয় সিং দেওল অর্থাৎ সানির জুহুর সানি ভিলা নামে খ্যাত বাংলোটি থেকে 51.43 কোটি টাকা তোলার লক্ষ রয়েছে ব্যাঙ্কের ৷ নিলাম শুরু হবে 5.14 কোটি থেকে ৷
রবিবার যে নোটিশটি ব্যাঙ্কের তরফে সামনে আসে তাতেই জানানো হয়েছিল সানি দেওল চাইলে এই নিলাম বন্ধ হতে পারে ৷ সেক্ষেত্রে ব্য়াঙ্ক থেকে নেওয়া এই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে অভিনেতাকে ৷ আর তাহলে 2002 সালের এসএআরএফইএসআই আইন অনুসারে স্থগিত হতে পারে নিলাম ৷