পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sunny Deol: সরিয়ে নেওয়া হল সানিকে দেওয়া নিলামের নোটিশ, সরব কংগ্রেস - ব্যাঙ্ক অফ বরোদা

56 কোটির ঋণ পরিশোধ না করায় বিপাকে সানি দেওল ৷ রবিবার তাঁর জুহুর বাংলো সানি ভিলা নিলামের নোটিশ জারি করেছিল ব্যাঙ্ক অফ বরোদা ৷ এবার সেই নোটিশ সরিয়ে নিল ব্যাঙ্ক ৷

Sunny Deol
সানির বিরুদ্ধে জারি করা নোটিশ সরাল ব্যাঙ্ক

By

Published : Aug 21, 2023, 3:42 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: ছবির সাফল্যের পাশাপাশি তাঁর 'বাড়ি নিলাম' সংক্রান্ত খবরের জেরেও এখন চর্চায় অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল ৷ রবিবার ব্যাঙ্ক অফ বরোদা-র তরফে জানানো হয়েছিল, সানি দেওলের জুহুর বাংলো নিলামের কথা ৷ এবার সেই নোটিশ সরিয়ে নিল ব্যাঙ্ক ৷ জানা গিয়েছিল, প্রায় 56 কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার নামে ৷ সেই কারণেই আগামী 25 অগস্ট সানির মুম্বইয়ের এই বাংলোটি অনলাইনে নিলাম করানোর সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক ৷

তবে সোমবার সামনে এল নতুন খবর ৷ ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, সমস্য়ার সমাধান এখনও হয়নি ৷ শুধুমাত্র কিছু টেকনিক্যাল কারণে সরিয়ে নেওয়া হয়েছে আগের নোটিশটি ৷ আগেই জানানো হয়েছিল অজয় সিং দেওল অর্থাৎ সানির জুহুর সানি ভিলা নামে খ্যাত বাংলোটি থেকে 51.43 কোটি টাকা তোলার লক্ষ রয়েছে ব্যাঙ্কের ৷ নিলাম শুরু হবে 5.14 কোটি থেকে ৷

রবিবার যে নোটিশটি ব্যাঙ্কের তরফে সামনে আসে তাতেই জানানো হয়েছিল সানি দেওল চাইলে এই নিলাম বন্ধ হতে পারে ৷ সেক্ষেত্রে ব্য়াঙ্ক থেকে নেওয়া এই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে অভিনেতাকে ৷ আর তাহলে 2002 সালের এসএআরএফইএসআই আইন অনুসারে স্থগিত হতে পারে নিলাম ৷

অন্য়দিকে সানির বিরুদ্ধে জারি করা নোটিশ সরিয়ে দেওয়া নিয়ে বেশ চর্চা চলছে ৷ ইতিমধ্য়েই এই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তিনি এদিন সোশালে লেখন, "আজ সকালে, 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে সানির বিরুদ্ধে নোটিশ তুলে নেওয়া হল ৷ তাও নাকি টেকনিক্যাল কারণে ৷ ভাবতে অবাক লাগছে এই টেকনিক্যাল কারণগুলির পিছনে কার হাত রয়েছে ।"

আরও পড়ুন:'কারও স্বপ্ন নিয়ে ছেলেখেলা করলে কড়া পদক্ষেপ নেব', কাকে হুঁশিয়ারি দিলেন অঙ্কুশ ?

সানি এই মুহূর্তে চর্চায় রয়েছেন 'গদর 2' ছবির বিপুল সাফল্যের জেরেও ৷ এই ছবি ইতিমধ্যেই প্রায় 377 কোটি টাকা আয় করে ফেলেছে বক্স অফিসে ৷ ভেঙেছে একাধিক রেকর্ড ৷ তারই মাঝে ব্যাঙ্কের বিশাল ঋণ শোধ না করা নিয়ে তৈরি এই বিতর্ক কাম্য ছিল না তা বলাই বাহুল্য ৷

ABOUT THE AUTHOR

...view details